ঢাকা: টেস্ট সিরিজ শেষ, সামনে ওয়ানডে সিরিজ। ভারতের ওয়ানডে স্কোয়াডে থাকা সাত ক্রিকেটার গতকাল সোমবার ঢাকায় এসে যোগ দিয়েছেন দলের সঙ্গে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ উপভোগ করতে চান এ বাঁহাতি ব্যাটসম্যান। রায়না বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলছে। খেলা যত উপভোগ করা যায়, তত ভালো করা সম্ভব। আমরা উপভোগ করতে চাই। আশা করি, তিনটি ম্যাচেই জয় পাব। ’
ভারতীয় দলের বর্তমান অবস্থা সম্পর্কে রায়না বলেন, ‘আমাদের দলের ক্রিকেটাররা মানসিকভাবে খুবই ইতিবাচক। অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনি আছেন, কোহলি টেস্টে দলকে নেতৃত্ব দিল। আমরা খেলার জন্য মুখিয়ে আছি। আশা করি, কাল বৃষ্টি হবে না। তাহলে পরশুদিনের ম্যাচটা দারুণভাবে শুরু হবে। ’
বৃষ্টির মৌসুম হওয়ায় ওয়ানডে সিরিজে রাখা হয়েছে রিজার্ভ-ডে। এ প্রসঙ্গে রায়না বলেন, ‘আবহাওয়ার উপর কারো হাত নেই। রিজার্ভ-ডে রাখাতে ভালো হয়েছে। প্রথম দিনে খেলা না হলেও পরের দিন খেলার সুযোগ থাকছে। ’
বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের প্রশংসা করে রায়না বলেন, ‘মাশরাফি ও তাসকিন বিশ্বকাপে খুব ভালো বল করেছে। তাছাড়া তামিম ও সাকিব তো আছেই বাংলাদেশ দলে। এছাড়াও তাদের দলে অনেকগুলো তরুণ তুর্কি আছে-যাদের বিশ্বকাপে ভালো খেলতে দেখেছি। ’
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এসকে/এমএমএস