ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনি যা করেছে তা কাম্য নয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
ধোনি যা করেছে তা কাম্য নয় নাজমুল হাসান পাপন

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুস্তাফিজুর রহমানকে মহেন্দ্র সিং ধোনি যেভাবে ধাক্কা দেয় তা ক্রিকেটে শিষ্টাচার বহির্ভূত। ভারতের অধিনায়ক এমনটি করবেন তা বাংলাদেশের কেউই আশা করেননি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।



শুক্রবার (১৯ জুন) এক সাক্ষাৎকারে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জের ধরে ধোনি-মুস্তাফিজ দু’জনকেই জরিমানা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-২ ভঙ্গ করায় তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে শুনানি শেষে ধোনিকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ ও ওয়ানডেতে অভিষিক্ত মুস্তাফিজকে ৫০ শতাংশ জরিমানা করা হয়।

শুক্রবার বাংলাদেশ দলকে অভিনন্দন জানাতে বিকেলে হোটেল সোনারগাঁওয়ে যান পাপন। সেখান থেকে বেরোনোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘ধোনির মতো একজন ক্রিকেটার এমনটি করবেন তা মোটেই কাম্য ছিল না। গতকালের ঘটনাটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। ’

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ এবং ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে’র ২৫তম ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল রান নিতে দৌড়ানোর সময় মুস্তাফিজকে সজোরে ধাক্কা দেন ধোনি। এতে ক্রিজের বাইরে ছিটকে পড়েন মুস্তাফিজ। খানিক সময়ের জন্য ছিটকে পড়েন মাঠ থেকেও। তার পরিবর্তে ২৫তম ওভার শেষ করতে বল হাতে নেন নাসির হোসেন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৭৯ রানে হারায় বাংলাদেশ। ৩০৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে মুস্তাফিজের বোলিং তোপে ২২৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ১৯ বছর বয়সী এই বাঁহাতি বোলার একাই পাঁচটি উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুন ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।