ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রত্যাশা এত বড় ছিল না: মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
প্রত্যাশা এত বড় ছিল না: মাশরাফি ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: র‌্যাঙ্কিংয়ে দুই নম্বর দলের সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের সিরিজ জয় (২-০)। এতটা কি প্রত্যাশায় ছিল টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তুজার? সরলভাবেই জানালেন, ‘প্রত্যাশা এত বড় ছিল না যে সিরিজ জিতবো।

আমরা জানতাম ভারতের সঙ্গে ভালো ক্রিকেট খেললে ম্যাচ কম্পিটেটিভ হবে। এমনকি আমরা জিতেও যেতে পারি। সিরিজ শুরুর আগে কেউই এ রকম হবে ভাবেনি। ’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন টাইগার দলপতি।

সিরিজ জয়ের পেছনে ভাগ্যের সহায়তার কথাও বিশেষভাবে উল্ল্যেখ করেছেন এই টাইগার। তিনি বলেন, ‘ভাগ্যও আমাদের সহায় ছিল। আমাদের সব পরিকল্পনা কাজে এসেছে। ’

এই সিরিজ জয়ই বাংলাদেশের ক্রিকেটের সেরা অর্জন কি না-এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের বড় অর্জনের মধ্যে এটি একটি। আমরা এর চেয়ে পারফেক্ট ক্রিকেট খেলেছিলাম পাকিস্তানের বিপক্ষে সিরিজে। ’

পরবর্তী ম্যাচের লক্ষ্য সম্পর্কে মাশরাফি জানান, ‘আমাদের আর হারানোর কিছু নেই। পরের ম্যাচটা আমরা মাঠে পুরোপরি উপভোগ করবো। ভালো খেলার চেষ্টা করবো। জয়ের জন্যই খেলবো। ’

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।