ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ধোনিকে ‘যোগ ব্যায়াম’ করার পরামর্শ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
ধোনিকে ‘যোগ ব্যায়াম’ করার পরামর্শ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথম ওয়ানডেতে ম্যাচ চলাকালীন মুস্তাফিজুর রহমানকে ‘ধাক্কা’ দিয়ে জরিমানা গুনেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এ ঘটনার পর পুরো ক্রিকেট বিশ্ব ভারতীয় অধিনায়কের নিন্দা করেন।

এবারে ভারতের সাবেক অধিনায়ক বিসেন সিং বেদি ধোনিকে পরামর্শ দিলেন ‘যোগ ব্যায়াম’ করার।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে কাগজে-কলমে ফেভারিট হলেও খেলার মাঠে ফেভারিট টাইগারদের কাছে ৭৯ রানে হেরে যায় ধোনি বাহিনী। মুস্তাফিজকে ধাক্কা মারার ঘটনায় ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত ধোনিকে সে ম্যাচের পর জরিমানা করা হয়।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে ৬ উইকেটে হেরে সিরিজ খুঁইয়েছে ধোনির নেতৃত্বে থাকা ভারত। প্রশ্ন উঠেছে ‘ক্যাপ্টেন কুল’র অধিনায়কত্ব নিয়েও। এমন যখন ধোনির অবস্থা তখন বেদি জানালেন, ধোনির উচিৎ ইয়োগা (যোগ ব্যায়াম) করা। এর মধ্য দিয়েই সে তার কঠিন সময় পার করতে পারবে।

সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে ধোনি বলেছিলেন, আপনাদের যদি মনে হয় আমার জন্যই ভারতীয় ক্রিকেট ডুবছে, আমাকে সরিয়ে দিলেই সব সমস্যা মিটে যাবে, তা হলে আমাকে সরিয়ে দিন।

ধোনির এ বক্তব্যের পর বেদি বলেন, এই প্রথম দেখলাম ধোনি তার মেজাজ হারিয়েছে। সে পরিস্কার বুঝিয়ে দিয়েছে, সে আর ‘ক্যাপ্টেন কুল’ নেই। আমি তাকে এজন্য দোষারোপ করছি না। তার যোগ ব্যায়াম করা দরকার মেজাজকে ঠিক রাখার জন্য।

প্রথম ওয়ানডেতে মুস্তাফিজকে ধাক্কা দেওয়ার প্রসঙ্গে বেদি ধোনির সমালোচনা করেছিলেন। বেদি বলেন, একজন উঠতি বোলারকে এভাবে ধাক্কা দেওয়া ধোনির মানসিকতা নিয়ে প্রশ্ন তোলে। সে হয়তো মানসিক ও শারিরীকভাবে বিশ্রাম নিতে পারছে না। আমি তাকে যোগ ব্যায়ামের পরামর্শ দিচ্ছি।

ভারতের সাবেক অধিনায়ক বেদি মনে করেন, টাইগার সমর্থকদের কারণে বাড়তি শক্তি পাচ্ছে বদলে যাওয়া বাংলাদেশ। তবে, লাল-সবুজের জার্সিধারীরা ভবিষ্যতে আরও ভালো করবে বলে আশা প্রকাশ করেন বেদি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ২২ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।