ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির বক্তব্যে নাসিরের সম্মতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুন ২২, ২০১৫
মাশরাফির বক্তব্যে নাসিরের সম্মতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দ্বিতীয় ওয়ানডেতে প্রথম দিকে ভারতের দুটি উইকেট তুলে নিয়ে সফরকারীদের বিপাকে ফেলেন টাইগারদের অন্যতম অলরাউন্ডার নাসির হোসেন। সিরিজ নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নাসির হোসেনের বোলিং নিয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন।



নাসিরকে নিয়ে মাশরাফি বলেন, ‘নাসির হোসেন বাংলাদেশের সেরা অফ স্পিনারদের একজন। আমি ওকে কখনো পার্ট-টাইম বোলার মনে করি না। তাছাড়া নাসির বোলিং করলে ওর আত্মবিশ্বাস বাড়বে। সেটা ওকে ভালো ব্যাটিং করতেও সহায়তা করবে। দুই দিক থেকে দলে ভূমিকা রাখতে পারলে নাসিরের আত্মবিশ্বাস আরও বাড়বে। ’

মাশরাফির কথায় সম্মতি জানান নাসির হোসেনও। সোমবার টিম হোটেল সোনারগাঁওয়ে নাসির জানান, ম্যাচে বল করতে পারলে সত্যিই আত্মবিশ্বাস বাড়ে।

রোববার ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অসাধারণ বোলিং করেন নাসির হোসেন। ১০ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে শিখর ধাওয়ান ও বিরাট কোহলির উইকেট তুলে নেন এই অফস্পিনার।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ২২ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।