ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিশ্রামের একদিন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
টাইগারদের বিশ্রামের একদিন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতকে ফেবারিট মেনে সিরিজ শুরু করে বাংলাদেশ। তবে সিরিজের ফলাফল এক ম্যাচ হাতে রেখেই (২-০) টাইগারদের সিরিজ জয়।

প্রত্যাশার চেয়ে বড় প্রাপ্তি যোগ হয়েছে বাংলাদেশ দলে। রোববার সিরিজ জয়ের পর তাই আজকের দিনটা (সোমবার, ২২ জুন) বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা।

সাতক্ষীরার দুই তারকা মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার  দুপুর পর্যন্ত হোটেলেই ছিলেন। হোটেল লবিতে এ দিন ক্যামেরার লেন্স খুঁজে বেরিয়েছে প্রথম দুই ওয়ানডেতে ১১ উইকেট নিয়ে রেকর্ডের এলিট ক্লাব তৈরি করা মুস্তাফিজকে। দেখাও মেলে তার সঙ্গে। সবুজ রংয়ের টি-শার্ট গায়ে হোটেল লবিতে ঘুরে বেড়ান এই তরুণ পেসার।

নিউজের খোঁজে আসা বাংলাদেশ ও ভারতীয় সাংবাদিকরা এক সঙ্গেই আড্ডা দিয়েছেন হোটেল লবিতে। তাদের আলোচনার বিষয় ছিল ওই মুস্তাফিজই। কে, কিভাবে এই সিরিজটিকে দেখছেন সে মতামতও এসেছে আড্ডায়।

সিরিজ জয়ের পর সাকিব আল হাসান রোববার (২১ জুন) রাতে টিম হোটেল সোনারগাঁওয়ে ফেরেননি। চলে গেছেন বনানী ডিওএইচএসের নিজ বাসায়। মুশফিকুর রহিম হোটেলে ফিরেই চলে গেছেন উত্তরায়। মাশরাফি হোটেলে সেহরি খেয়ে গেছেন পরিবারের কাছে।

এদিকে, মুমিনুল হক সারা দিন হোটেলেই কাটিয়েছেন। জানা গেছে, রোজা রেখেই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে ছিলেন মুমিনুল। তবে একাদশে ছিলেন না তিনি। দ্বাদশ খেলোয়াড় হিসেবে বিরতির ফাঁকে ফাঁকে পানির বোতল হাতে মাঠে নামতে হয়েছে তাকে।

বিকেলে আরাফাত সানি ও নাসির হোসেন হোটেল থেকে বাইরে বের হন। তবে তাদের গন্তব্য সম্পর্কে কিছু জানা যায়নি।

বিশ্রামের দিনটি আপন মনে কাটালেও ক্রিকেটারদের রাত ৮টার মধ্যে হোটেলে ফেরার নির্দেশ দেন টিম ম্যানেজার। সিরিজের তৃতীয় ওয়ানডে বুধবার (২৪ জুন)। আগামিকাল (২৩ জুন) দুপুর আড়াইটায় মিরপুরের ইনডোরে অনুশীলন করবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ২২ জুন ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।