ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে নিয়ে সতর্ক প্রোটিয়ারা: আন্দ্রে নেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
বাংলাদেশকে নিয়ে সতর্ক প্রোটিয়ারা: আন্দ্রে নেল ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: চন্ডিকা হাথুরুসিংহের অধিনে বাংলাদেশ নিজেদের মাটিতে অপরাজিত থেকে হারিয়েছে জিম্বাবুয়ে, পাকিস্তান আর ভারতকে। ঘরের মাঠে দারুণ পারফর্ম করা টাইগারদের নিয়ে বেশ সতর্ক রয়েছে আসন্ন সিরিজে বাংলাদেশ সফরে আসা দক্ষিণ আফ্রিকা, এমনটি জানিয়েছেন দেশটির সাবেক পেস তারকা আন্দ্রে নেল।



ইস্টার্নের বর্তমান কোচ আন্দ্রে নেল বলেন, বাংলাদেশের বিপক্ষে উপমহাদেশের দুই সেরা দল ভারত এবং পাকিস্তান সিরিজ হেরেছে। সুপার পাওয়ার এ দেশ দুটিকে বাংলাদেশ অনেকটা বলে-কয়ে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে।

আন্দ্রে নেল বাংলাদেশকে খাটো করে না দেখার প্রসঙ্গে বলেন, সিমীত ওভারের ম্যাচে ঘরের মাঠে বাংলাদেশ অসাধারণ খেলে চলেছে। দ. আফ্রিকা তাদের হালকা করে নিচ্ছে না। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দলে থাকছে এবিডি ভিলিয়ার্স, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস আর জেপি ডুমিনির মতো তারকা ব্যাটসম্যান। ডেল স্টেইন আর ভারনন ফিল্যান্ডার না থাকলেও বোলিং আক্রমণও বেশ শক্তিশালী।

আন্দ্রে নেল যোগ করেন, অভিজ্ঞ ও তরুণ কিছু ক্রিকেটারের মিশেলে বাংলাদেশ তাদের স্কোয়াড সাজাচ্ছে। এটা অবশ্যই তাদের ক্রিকেটের উন্নতির একটি ধাপ। তবে, প্রোটিয়াদের থেকে বাংলাদেশ অপেক্ষাকৃত দুর্বল দল।

পাকিস্তান আর ভারতের বিপক্ষে সিরিজ জয়কে মাথায় রেখে আন্দ্রে নেল বলেন, বাংলাদেশকে সব সময় দেখেছি জিম্বাবুয়ের সঙ্গে তুলনা করতে। তারা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে লড়তে চাইত। যদি ভারতের পর দ. আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ব্যাক-টু-ব্যাক সিরিজ জিততে পারে, তবে তারা নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রমান করতে সক্ষম হবে।

বাংলাদেশ সফরে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে আর দুটি টেস্ট খেলতে আসবে দ. আফ্রিকা। ০৫ জুলাই প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে সিরিজ শুরু করবে প্রোটিয়ারা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২৩ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।