ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজের দেখভালে সতর্ক হিথ স্ট্রিক

সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
মুস্তাফিজের দেখভালে সতর্ক হিথ স্ট্রিক ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের বোলিং স্টাইলে ঘঁষা-মাজা করার বিষয়ে সতর্ক থাকতে হবে বলে মনে করেন বোলিং কোচ হিথ স্ট্রিক। মুস্তাফিজের স্বভাবজাত বোলিং স্টাইল ও দক্ষতা যেন অক্ষুণ্ণ থাকে এ ব্যাপারে সাবধানী হতে হবে বলেও জানান এই জিম্বাবুয়ান।



অভিষেক ম্যাচে পাঁচ উইকেট শিকার এবং দ্বিতীয় ম্যাচে ৬ উইকেট নিয়ে সাতক্ষীরার বোলিং বিস্ময় মুস্তাফিজ এখন ক্রিকেট বিশ্বে আলোচিত একটি নাম। একই সঙ্গে তিনি মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানদের মনে।

মুস্তাফিজকে বোলিং কোচের গভীর মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করা জরুরি কিন্তু তার ওপর কোচিংয়ের বোঝা যেন বেশি না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে বলে জানান সাবেক ফাস্ট বোলার স্ট্রিক।

তিনি বলেন, একজন কোচকে অবশ্যই সতর্ক হতে হবে যেন অতি বেশি কোচিং না হয়ে যায় কোনো বোলারের ওপর। যখন বোলারের সহযোগিতা প্রয়োজন তখন তাকে পথ দেখাতে হবে। এটাই কোচিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। কিছু কিছু বোলার অন্যদের চেয়ে বেশি মনোযোগ দাবি করে। কিভাবে তাকে দেখভাল করব সে ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে।

মুস্তাফিজ প্রসঙ্গে হিথ স্ট্রিক আরও বলেন, সে এখনও বাচ্চা ছেলে। আমাদের সতর্ক হতে হবে। সে ইতোমধ্যে ১১ উইকেট নিয়েছে, কিন্তু তার কাছে প্রতি ম্যাচে ৫ উইকেট আশা করা আমাদের ঠিক হবে না। মুস্তাফিজ তার সম্ভাবনা দেখিয়েছে। আমরা যদি তার দেখভাল করতে পারি, তাকে সাহায্য করতে পারি, তবে সে আমাদের জন্য ম্যাচ জয়ের নায়ক হবে।

তরুণ মুস্তাফিজকেই শুধু প্রশংসায় ভাসাননি বোলিং কোচ স্ট্রিক। একইসঙ্গে তিনি ‘দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে মাশরাফির পারফরম্যান্সের’ প্রশংসাও করেন। এরপর তিনি তার অন্য দুই অস্ত্র তাসকিন আহমেদ ও রুবেল হোসেনকেও সিরিজ জয়ের কৃতিত্ব দেন।

রুবেল ও তাসকিন প্রসঙ্গে তাদের গুরু বলেন, তাসকিন ও রুবেলের অভিজ্ঞতার প্রয়োগ দেখা শুরু করেছি আমরা। প্রথম দুটি ম্যাচে তাদের পারফরম্যান্সের যথাযথ মূল্যায়ন হয়নি। গত ম্যাচে খুব গুরুত্বপূর্ণ সময়ে রুবেল দুটি উইকেট নিয়েছে। প্রথম ম্যাচে বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের উইকেট শিকার করে তাসকিন ম্যাচ জয়ে ভূমিকা রেখেছে। রুবেল ও তাসকিনকেও আমাদের যথাযথ মূল্যায়ন করা উচিত।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৫
এমজেএফ/

** ‘মুস্তাফিজকে তো কিডন্যাপ করতে পারব না’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।