মিরপুর থেকে: বাংলাদেশ ও ভারতের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চার নম্বর উইকেটে। সিরিজের প্রথম ওয়ানডে এই উইকেটেই অনুষ্ঠিত হয়েছিল।
আগে ব্যাট করে বাংলাদেশ ৩০৭ রান তুলেছিল। জবাবে সফরকারী ভারত গুটিয়ে যায় ২২৮ রানে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি হয়েছিল ছয় নম্বর উইকেটে।
তৃতীয় ওয়ানডে ম্যাচ সামনে রেখে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে মাঠে পৌঁছেছে। দু’দলই ম্যাচের উইকেটের পাশের উইকেটে অনুশীলন শুরু করেছে।
টিম বাস মাঠে পৌঁছার আগে বেলা ১২টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গাড়িতে করে মাঠে আসেন মুশফিকুর রহিম। পরে বল বয় নাসিরকে নিয়ে বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন।
বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বোলিং কোচ হিথ স্ট্রিক তৃতীয় ওয়ানডের উইকেট পর্যবেক্ষণ করেছেন। মিরপুরের মেঘলা আবহাওয়া ও উইকেট পর্যবেক্ষন থেকেই নির্বাচণ করা হবে তৃতীয় ওয়ানডের একাদশ।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এসকে/আরএম