ঢাকা: ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বেশ কিছু রেকর্ড হাতছানি দিচ্ছে। মিরপুরে বুধবারের (২৪ জুন) এ ম্যাচে হয়ে যেতে পারে কিছু ব্যক্তিগত ও দলীয় বিশ্বরেকর্ড।
শেষ ম্যাচে জয় পেলে যেমন দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ‘বাংলাওয়াশ’ করার রেকর্ড হবে, তেমনি বাংলাদেশ চলে আসবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দলগুলোর কাতারে।
টানা তিনটি তিন ম্যাচ সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের রেকর্ড আগে কেবল ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের। উল্লিখিত প্রথম চারটি দল একবার করে এ কীর্তি গড়লেও পাকিস্তানের কীর্তি আছে দু’বারের।
ভারতকে ‘বাংলাওয়াশ’ করলে ষষ্ঠ দল হিসেবে এ রেকর্ডে ভাগ বসাবে দক্ষিণ এশিয়ার উদীয়মান জায়ান্ট টাইগাররা। বাংলাদেশে এসে এর আগে ধবল ধোলাই হয়ে গেছে জিম্বাবুয়ে ও পাকিস্তান।
এ ম্যাচে ইতোমধ্যে এক উইকেট শিকার করা মুস্তাফিজুর রহমান আরেকটি উইকেট শিকার করলে ছুঁয়ে দিতে পারবেন অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিসের তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ ১৩ উইকেট শিকারের রেকর্ড। আর দুই উইকেট নিলে তিনি ছাড়িয়ে যাবেন হ্যারিসকেও। তার ওভার বাকি এখনও ৫টি।
ইতোমধ্যে বিরাট কোহলির উইকেট শিকার করা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর মাত্র দু’টি উইকেট পেলে দেশের হয়ে ২০০ উইকেট শিকারের মাইলফল স্পর্শ করবেন।
এই ম্যাচে ধবলধোলাই হলে প্রায় ৩২ বছর পর এমন লজ্জায় পড়তে হবে ভারতীয়দের। ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে এভাবে নাস্তানাবুদ হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এইচএ/