ঢাকা: বাংলাদেশি তরুণ পেসার মুস্তাফিজুর রহমান আরও একটি অনন্য রেকর্ডের অংশীদার হলেন। একদিনের আন্তর্জাতিকে তিন ম্যাচ সিরিজে ১৩ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এখন যৌথভাবে শীর্ষে তিনি।
বুধবার (২৪ জুন) ভারতের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুটি উইকেট নিয়ে এ কীর্তি গড়েন মুস্তাফিজ। এদিন তিনি ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা ও মিডল অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়নার উইকেট শিকার করেন তিনি।
২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলীয় ফাস্ট বোলার রায়ান হ্যারিস এক সিরিজে ১৩ উইকেট শিকার করে রেকর্ড গড়েন। ভারতের বিপক্ষে সাতক্ষীরার বোলিং বিস্ময় মুস্তাফিজ তার দশম ওভারে সুরেশ রায়নাকে সরাসরি বোল্ড করে হ্যারিসের রেকর্ডে ভাগ বসান।
চলতি সিরিজের প্রথম ম্যাচে অভিষিক্ত হয়ে ৫০ রান খরচে ৫ উইকেট নেন মুস্তাফিজ। এরপর দ্বিতীয় ম্যাচে ৪৩ রান খরচে ৬ উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি।
মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়েই কুপোকাত হয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারায় মহেন্দ্র সিং ধোনির ভারত। এই সিরিজ জয়ের মাধ্যমে টানা তিনটি সিরিজ জয় করলো মাশরাফি বিন মর্তুজার টাইগার বাহিনী।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এমজেএফ /