মিরপুর থেকে: ওয়ানডে ক্রিকেটে তিন ম্যাচ সিরিজে ১৩ উইকেট নিয়ে নতুন উচ্চতায় উঠেছেন মুস্তাফিজুর রহমান। আগের রেকর্ডটি ছিল ক্যারিবিয়ান পেসার ভ্যাসবার্ট ড্রেকসের দখলে।
ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রোহিত শর্মার পর সুরেশ রায়নার উইকেট নিয়ে ড্রেকসকে (১২ উইকেট) ছাড়িয়ে যান মুস্তাফিজ।
একদিনের আন্তর্জাতিকে তিন ম্যাচ সিরিজে ১৩ উইকেট শিকার করে রায়ান হ্যারিসের রেকর্ড স্পর্শ করেছেন এমন খবর প্রকাশিত হলেও সেটি ছিল পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। যার মধ্যে তিন ম্যাচ খেলে ১৩ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান বোলার রায়ান হ্যারিস।
একই সঙ্গে এ দিন আরও একটি রেকর্ডের মালিক হয়েছেন সাতক্ষীরার ছেলে মুস্তাফিজুর রহমান। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচেও সর্বোচ্চ উইকেট মুস্তাফিজের দখলে। ক্যারিয়ারের প্রথম তিন ম্যাচে ১১ উইকেট নেওয়া বোলার রয়েছেন চারজন। তারা হলেন রায়ান হ্যারিস, রাস্ট্রি থেরন, ইমরান তাহির ও ব্রায়ান ভিটোরি।
মুস্তাফিজ এ দিন রোহিত শর্মাকে ফিরিয়ে রেকর্ডটি (১২ উইকেট) করে ফেলেন। নিজের শেষ ওভারে আরও একটি উইকেট নিয়ে রেকর্ডকে আরো মজবুত করেন মুস্তাফিজ।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ২৫ জুন ২০১৫
এসকে/এমআর