মিরপুর থেকে: ভারতের বিপক্ষে সিরিজে টানা দুই ম্যাচ জিতে দারুণ এক মোমেন্টাম তৈরি করেছিল টাইগার শিবির। তৃতীয় ম্যাচে জয় নিয়ে মাঠে ছাড়বে বাংলাদেশ এমনই ছিল সবার প্রত্যাশা।
তৃতীয় ওয়ানডে হারের পরও ম্লান হয়নি ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ের কীর্তি। তবে, কিছুটা হতাশা কাজ করছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মধ্যে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, আমরা ম্যাচ থেকে অনেক দূরে ছিলাম না। অনেক ব্যাটসম্যানই সেট হয়ে আউট হয়েছেন। আমাদের বডি ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি সেটা টপ অব দ্য মার্ক ছিল না। আমরা ব্রেক থ্রু পাইনি বলেও এমন হতে পারে।
হারের মধ্যে শেখার অনেক উপাদান খুজে পেয়েছেন মাশরাফি। তিনি বলেন, আশা করি, আজকে যারা ভুল করেছে তারা এগুলো রিভিউ করবে এবং সামনের সিরিজে তা কাজে লাগাবে। এসব থেকেই শিখতে হয়। আমাদের শেখার অনেক সুযোগ আছে। আমাদের সঙ্গে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মধ্যে এমন পার্টনারশিপ অনেক হবে। এ সব পরিস্থিতি মোকাবেলা করা শিখতে হবে।
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এসকে/এমজেড/