ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাইলফলক টেস্টে ইউনিস খান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
মাইলফলক টেস্টে ইউনিস খান ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের হয়ে শততম টেস্টে খেলছেন ইউনিস খান। বৃহষ্পতিবার (২৫ জুন) কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে ক্যারিয়ারের এ মাইলফলক স্পর্শ করেন অভিজ্ঞ ব্যাটসম্যান।



পাকিস্তানের পঞ্চম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন ইউনিস। এর আগে জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক, ওয়াসিম আকরাম ও সেলিম মালিক ১০০টি টেস্ট খেলেছিলেন। ১৯৭৬ থেকে ৯৩ পর্যন্ত ১২৪টি টেস্ট খেলে সবার ওপরে আছেন মিয়াঁদাদ।

২০০০ সালে লঙ্কানদের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেছিলেন ইউনিস। ৯৯ টেস্টে ডানহাতি এ ব্যাটসম্যান ৫৩.৭১ গড়ে ৮৫৯৪ রান করেছেন। তার ক্যারিয়ারে এখন পর্যন্ত রয়েছে ২৯টি সেঞ্চুরি ও সমান হাফ-সেঞ্চুরি।

সেঞ্চুরির দিক থেকে পাকিস্তানের হয়ে তিনিই সবার ওপরে। ২৫টি সেঞ্চুরি করেছেন ইনজামাম। তবে সর্বোচ্চ রানের তালিক‍ায় তিনি রয়েছেন তৃতীয়। মিয়াঁদাদ (৮৮৩২) ও ইনজামাম (৮৮২৯) রয়েছেন প্রথম ও দ্বিতীয় অবস্থানে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৫
এমএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।