ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ বাচাতে লড়ছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
ম্যাচ বাচাতে লড়ছে পাকিস্তান ছবি: সংগৃহীত

ঢাকা: কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিত চাপের মুখে থেকে লড়ছে পাকিস্তান। তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে এখনও লঙ্কানদের থেকে ছয় রানে পিছিয়ে আছে তারা।

১৭১ রান করা দলটির হাতে আছে আরো আট উইকেট।

স্কোর: পাকিস্তান, ১৩৮ ও ১৭১/২(৫৯ ওভার)
শ্রীলঙ্কা, ৩১৫

সফরকারীদের প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানের জবাবে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে ৭০ রান করেছিল। আর তৃতীয় দিন বাকি উইকেট হারিয়ে আরো ২৪৫ রান যোগ করে। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন কুশল সিলভা। এছাড়া ৭৭ রান আসে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে। পাক বোলারদের মধ্যে একাই ছয়টি উইকেট তুলে নেন লেগ স্পিনার ইয়াসির শাহ।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অবশ্য প্রথমেই বিপদে পড়েছিল মিসবাহ উল হকরা। দলীয় নয় রানে ম্যাথিউসের শিকার হন মোহাম্মদ হাফিজ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ১২০ রান করে চাপ সামাল দেন আহমেদ শেহজাদ ও আজহার আলী।

দলীয় ১২৯ রানে দারুণ খেলতে থাকা শেহজাদ ধামিকা প্রশাদের শিকার হয়ে প্যাভিলিওনে ফিরেন। ক্রিজ ছাড়ার আগে তিনি ১৫৪ বলে ৬৯ রান করেন। অন্যদিকে ৬৪ ও ২৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আজহার আলী ও শততম টেস্ট খেলতে নামা ইউনিস খান।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।