ঢাকা: দারুণ সময় পার করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে সফল সিরিজের পর তাদের চারদিনের ছুটি মিলেছে।
সাতক্ষীরার ছেলে সৌম্য সরকার, দিনাজপুরের লিটন কুমার দাস আর রংপুরের নাসির হোসেন এখন গ্রামের বাড়িতে ছুটি কাটাচ্ছেন।
ভারতের বিপক্ষে সিরিজ শেষে ছুটি পেয়েই এলাকায় ছুটে যান লিটন কুমার দাস। টেস্ট ও ওয়ানডেতে অভিষিক্ত লিটনকে বড় ধরনের সংবর্ধনা দেয় স্থানীয়রা। শুক্রবার (২৬ জুন) বিকেলে জেলার বড় মাঠ স্পোর্টস ভিলেজে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনার পর লিটন মুঠোফোনে বাংলানিউজকে বলেন, ‘সব কিছুই ভালো লাগছে। পরিবার, বন্ধু-বান্ধবের সঙ্গে ভালো সময় কাটাচ্ছি। এখন খুবই ব্যস্ত। কাল (২৭ জুন) ঢাকা ফিরবো। ’
বন্ধুদের সঙ্গে আড্ডা ও মোটরসাইকেলে ঘুরে বেড়িয়ে সময় কাটছে সাতক্ষীরার দুরন্ত ছেলে সৌম্য সরকারের। অবশ্য অবিরাম বর্ষণ ভাসিয়ে নিয়েছে সৌম্যের শনিবারটা। সকাল থেকেই গৃহবন্দি তিনি।
জাতীয় দলের এ ড্যাশিং ওপেনার বাংলানিউজের সাতক্ষীরা প্রতিনিধি শেখ তানজির আহমেদকে বলেন, ‘২৫ জুনই সাতক্ষীরায় পৌঁছেছি। গতকাল (২৬ জুন) সকালে আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গায় গ্রামের বাড়িতে গিয়েছি। এখন সাতক্ষীরা শহরের কাটিয়ার বাড়িতে আছি। বৃষ্টির কারণে আজ ঘরেই আটকে আছি। ’
তিনি জানান, রোববার (২৮ জুন) সকাল ৮টার গাড়িতে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন। ২৯ জুন বিসিবিতে উপস্থিতি রিপোর্ট করবেন।
গ্রামের বাড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডাবাজি করে সময় কাটছে অলরাউন্ডার নাসির হোসেনের। নাসিরের বড়শি দিয়ে পুকুরে মাছ ধরার ছবিও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যোগাযোগ করা হলে তার চাচী বাংলানিউজকে বলেন, ‘নাসির এখন বাসায় নেই, কখন আসবে সেটা বলতে পারছি না। ’ নাসির হোসেনের বড় ভাই নাসিম হোসেনও জানালেন একই কথা।
ভারতের বিপক্ষে সিরিজ শেষ হতেই টাইগার ক্রিকেটারদের আবার ব্যস্ত হয়ে উঠতে হবে স্ট্রেন্থ ও স্কিল ট্রেনিংয়ে। আগামী ৩০ জুন টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। টাইগারদের নেমে পড়তে হবে সে লড়াইয়েও।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এসকে/এমএমএ/এইচএ