ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাবেক প্রধান লোলিত মোদির, ২০১৩ সালে আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে চিঠি দেয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। চিঠিতে জানানো হয়েছিল তিনজন ক্রিকেটার ৬০ কোটি রুপি ঘুষ নিয়েছিল।
গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মোদির চিঠিটি ফাঁস হয়। চিঠিতে মোদি বলেছিলেন, আইপিএল চলাকালীন চেন্নাই সুপার কিংসের তিন ক্রিকেটার রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্রাভো ও সুরেশ রায়না, রিয়েল এস্টেট ব্যবসায়ী বাবা দিওয়ানের থেকে ২০ কোটি রুপি করে ঘুষ নিয়েছিলেন। সেই সঙ্গে প্রত্যেকেই ফ্ল্যাট উপহার পেয়েছেন। ’
এদিকে আইসিসির এক মুখপাত্র চিঠিটি নিশ্চিত করার প্রসঙ্গে বলেন, ‘মোদির এই গোপনীয় ইমেইলটি আইসিসি নিশ্চিত করছে। এটি ২০১৩ সালেই আইসিসি গ্রহণ করেছিল। তবে সম্প্রতি এটি টুইটারে প্রকাশ হলেও আমরা ব্যাপারটি ক্রিকেটের দুর্নীতি দমন কমিশন আকসুর কাছে হস্থান্তর করবো। এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন কমিশনের কাছেও ব্যাপারটি জানাবো। ’
মোদি সেই চিঠিতে ক্রিকেটারদের ঘুষ নেওয়ার ব্যাপারটির পাশাপাশি আরো জানিয়েছিলেন, আইপিএলের প্রতিটি ম্যাচে ৯ হাজার থেকে ১০ হাজার রুপির জুয়া খেলা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এমএমএস