ঢাকা: বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে প্রায় এক মাসের সফরে মঙ্গলবার (৩০ জুন) সকালে ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ইকে-৫৮২ ফ্লাইটে মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার কথা প্রোটিয়াদের।
সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। ০৫ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। ০৭ জুলাই একই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হওয়ায় আগে ঢাকা আসছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলটি।
দক্ষিণ আফ্রিকা সর্বশেষ বাংলাদেশ সফর করে ২০০৮ সালে। সেবার স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলে অতিথিরা।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারণ ফাঙ্গিসো, ক্যাবিসো রাবাদা, এবি ডি ভিলিয়ার্স, রিলে রুশো, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাইল অ্যাবোট, ওয়েন পারনেল, ডেভিড ওয়াইস, এডি লি, বার্ন হেনরিকস।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ২৯ জুন ২০১৫
এসকে/এমআর