ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাট ধরলেন রিয়াদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
ব্যাট ধরলেন রিয়াদ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইনজুরির কারণে ভারত সিরিজে খেলতে পারেন নি বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর ৬ দিন আগে (৪ জুন) ফিল্ডিং অনুশীলনের সময় বলের আঘাতে বাঁ হাতের তর্জনীতে চিড় ধরায় তিন সপ্তাহের জন্য দল থেকে ছিটকে যান তিনি।


 
আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে ফিরতে মরিয়া রিয়াদ ইনজুরি কাটিয়ে বুধবার ব্যাট হাতে নিয়েছেন। মিরপুরের ইনডোরে কিছুক্ষণ নক করেন এই ডানহাতি ব্যাটসম্যান। গেল ৩-৪ দিন ধরে নিয়মিত জিম করছেন এই ক্রিকেটার। বুধবারই প্রথমবার ব্যাট হাতে নিলেন তিনি।  
 
বিসিবির সূত্র মতে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ও প্রথম দুটি ওয়ানডে ম্যাচে স্কোয়াডে নাও দেখা যেতে পারে মাহমুদউল্লাহ রিয়াদকে। তবে সিরিজের শেষ ওয়ানডে ও টেস্ট স্কোয়াডে থাকার সম্ভাবনা বেশি এই অলরাউন্ডারের। রিয়াদ ‍পুরোপুরি ফিট না হলে তাকে নিয়ে ঝুঁকি নেবে না বাংলাদেশ দলের টিম ম্যানেজম্যান্ট।  
 
উল্লেখ্য,  দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে প্রোটিয়াদের প্রায় এক মাসের সফর। ৫ ও ৭ জুলাই মিরপুরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। এর পর আগামি ১০, ১২ ও ১৫ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবশেষে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
 
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫ 
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।