ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বড় দল হয়ে উঠছে বাংলাদেশ: ডু প্লেসিস

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
বড় দল হয়ে উঠছে বাংলাদেশ: ডু প্লেসিস ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ সফরে এসে বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি অধিনায়ক ‍ফাফ ডু প্লেসিস। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজ দলের পরিকল্পনার চেয়ে বাংলাদেশ দলের প্রশংসাই বেশি করলেন তিনি।


 
ডু প্লেসিস বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ এমন একটি দল-যাদের সম্মান দিতেই হবে। আমি বাংলাদেশ-ভারত সিরিজের ম্যাচগুলো দেখেছি। সত্যিই, আমি রোমাঞ্চিত। বাংলাদেশ অসাধারণ খেলেছে। বড় দল হয়ে উঠছে বাংলাদেশ। ’
 
নিজ দলের পরিকল্পনা নিয়ে এই টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমাদের দলটি তরুণ। সবার সঙ্গে বোঝা-পড়াও ভালো। আলাদা কোনো পরিকল্পনা নেই। আমরা সিরিজটা উপভোগ করতে চাই। চ্যালেঞ্জ একটা রয়েছে। সেটা হলো, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া। এখানে তীব্র গরম। ’
 
টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো আগামি ৫ ও ৭ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টাম জুলাই ০১, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।