ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চালু হচ্ছে টিম ইন্ডিয়ার ইনসেনটিভ সুবিধা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
চালু হচ্ছে টিম ইন্ডিয়ার ইনসেনটিভ সুবিধা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: দেশের মাটিতে কিংবা দেশের বাইরে যেখানেই দল জিতুক টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের দেওয়া হবে বাড়তি আর্থিক সুবিধা। এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।



প্রণোদনামূলক এ সুবিধা এখন থেকেই পাবে ভারতীয় ক্রিকেটাররা, এমনটি নিশ্চিত করেছে বিসিসিআই। বোর্ডের ফিন্যান্স কমিটির বার্ষিক সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলিদের জন্য পারফরম্যান্সের ভিত্তিতে ইনসেনটিভ (প্রণোদনামূলক সুযোগ-সুবিধা) চালু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এর আগে শুধুমাত্র মেগা ইভেন্ট যেমন, ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে ক্রিকেটারদের ইনসেনটিভ দেওয়া হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে ঘরের মাটিতে অথবা অ্যাওয়ে সিরিজে ভালো পারফরম্যান্সের ওপর ম্যাচ ফি ছাড়াও বাড়তি অর্থ উপার্জনের সুযোগ দেওয়া হবে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের।

সিদ্ধান্তে জানানো হয়, উদাহরণস্বরুপ ভারত ঘরের মাটিতে একটি টেস্ট সিরিজ জিতলো, তাতে ক্রিকেটারদের ম্যাচ ফি’র বাইরে বাড়তি আর্থিক সুবিধা দেওয়া হবে। তবে, সেক্ষেত্রে প্রতিপক্ষের শক্তিমত্তা, দলের প্রতিকূলতা ও আরও নানা বিষয়ের উপর পর্যালোচনা করে ক্রিকেটারদের ইনসেনটিভের আর্থিক অঙ্ক ধরা হবে। আর দেশের বাইরে খেলতে গিয়ে দল ভালো করলেও একই পন্থা অবলম্বন করা হবে।

এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হলেও বোর্ডের কাছে এর বিস্তারিত কাগজপত্র ২২ জুলাই কমিটির পরবর্তী বৈঠকে পেশ করা হবে।

উল্লেখ্য, টিম ইন্ডিয়ায় পন্থাটি নতুন হলেও এই মডেল চালু আছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেটে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ০২ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।