ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিজেকে নির্দোষ দাবী করলেন ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
নিজেকে নির্দোষ দাবী করলেন ব্রাভো ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ডোয়েন ব্রাভো বাজিকরদের থেকে ঘুষ গ্রহণ করেছিলেন বলে খবরে প্রকাশ হয়। তবে, এমন ঘটনা ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের এ ক্রিকেটার।



আইপিএলের সাবেক প্রধান লোলিত মোদি ২০১৩ সালে আইসিসি’র চেয়ারম্যান ডেভ রিচার্ডসনের কাছে মেইলের মাধ্যমে ব্যাপারটি জানান। চলতি বছরের গত ২৮ জুন টুইটারে মেইলটি ফাঁস হয়।

সেই চিঠিটিতে বলা হয়েছিল চেন্নাইয়ের তিন ক্রিকেটার রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্রাভো ও সুরেশ রায়না রিয়েল এস্টেট ব্যবসায়ী বাবা দিওয়ানের থেকে অর্থ এবং ফ্ল্যাট উপহার পেয়েছেন।

এদিকে মোদির চিঠির প্রতিবাদ জানিয়ে ব্রাভো বলেন, ‘আমি আমার সমর্থক ও ক্রিকেট বিশ্বের কাছে একটি ব্যাপার পরিষ্কার করে বলতে চাই, আমি ক্রিকেট খেলি স্বচ্ছ ও সততার সঙ্গে। আমি খেলাকে ভালোবাসি আর এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে।

তিনি ‍আরও বলেন, ‘আমার ক্যারিয়ারে ঝুঁকিপূর্ণ হয় এমন কিছু আমি করব না। আর আমার নামে অপবাদটি পুরোপুরি অসত্য। এ বিষয়টি এখন আমার আইনজীবী দেখবে। ’

এদিকে টুইটারে ঘটনাটি ফাঁস হবার পরদিনই আইসিসি’র পক্ষ থেকে মেইলটি পাওয়ার ব্যাপারে নিশ্চিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।