ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ডুমিনির ভাবনায় বাংলাদেশের কন্ডিশন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
ডুমিনির ভাবনায় বাংলাদেশের কন্ডিশন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের আবহাওয়া নিয়ে কপালে চিন্তার ভাজ পড়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। বুধবার (০১ জুলাই) প্রোটিয়াদের টি-টোয়েন্টি অধিনায়ক ফাফ ডু প্লেসিস জানিয়েছিলেন, এখানকার তীব্র গরম ভোগাচ্ছে তাদের।

এবার দলের অন্যতম অলরাউন্ডার জেপি ডুমিনি জানালেন, প্রতিপক্ষের আগে তাদের বড় চ্যালেঞ্জ বাংলাদেশের কন্ডিশনে নিজেদের মানিয়ে নেওয়া।

বৃহস্পতিবার (০২ জুলাই) মিরপুরে অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন অতিথি দলটির ক্রিকেটার জেপি ডুমিনি। তিনি বলেন, প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করার আগে আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া একটা বড় চ্যালেঞ্জ। কারণ, এখানে তীব্র গরম।

বাংলাদেশ দল নিয়ে ডুমিনি বলেন, হোম কন্ডিশনে বাংলাদেশ অসাধারণ একটি দল। আর সেটা দুটো ফরম্যাটেই। তারা খুবই আত্মবিশ্বাসী। আমরা আশা করছি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ন লড়াই হবে এ সিরিজে।

বাংলাদেশের প্রশংসা করলেও নিজ দলের শক্তির জায়গা ঠিকই জানান তিনি, আমাদের দলে অনেক ভালো ক্রিকেটার আছে। দলের অনেক ক্রিকেটারই নিয়মিত আইপিএল খেলে। উপমহাদেশের কন্ডিশন তাদের ভালোই জানা।

৫ জুলাই মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে টাইগার-প্রোটিয়া লড়াই। সিরিজ শুরুর আগে শুক্রবার (০৩ জুলাই) ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ (প্রস্তুতিমূলক) খেলবে দক্ষিণ আফ্রিকা দল।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ০২ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।