ঢাকা: প্রথম দিনে হাল্কা অনুশীলন সেরেই টিম বাসে হোটেলের দিকে রওয়ানা হয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দ্বিতীয় দিনের চিত্র একেবারেই ভিন্ন।
বৃহস্পতিবার দুপুর একটায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রবেশ করে দক্ষিণ আফ্রিকা দলের বহনকারী গাড়িটি।
দুপুর দেড়টায় মাঠে নেমে প্রথমে ওয়ার্মআপ সেরে নেয় অতিথি দলটি। এরপর কিছুক্ষণ ফিল্ডিং ও ক্যাচিং অনুশীলন করেন তারা। মিরপুরের একাডেমি মাঠে গিয়ে নেটে ব্যাটিং-বোলিং অনুশীলনে মাতেন ক্রিকেটাররা। এ সময় বেশ চনমনে ও প্রতিজ্ঞায় একাট্টা দেখা গেছে দক্ষিণ আফ্রিকান টি-টোয়েন্টি স্কোয়াড ও কোচিং স্টাফদের।
সাড়ে তিনটা পর্যন্ত চলে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের মত অনুশীলন পর্ব।
শুক্রবার (০৩ জুলাই) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি টি-টোয়েন্টি (প্রস্তুতিমূলক) ম্যাচ খেলবে প্রোটিয়ারা। খেলা শুরু হবে দুপুর একটায়।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ০২ জুলাই ২০১৫
এসকে/এমআর