ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-২০ ও ওয়ানডে সিরিজে বাংলাদেশি আম্পায়ার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
টি-২০ ও ওয়ানডে সিরিজে বাংলাদেশি আম্পায়ার ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের তিন আম্পায়ার এনামুল হক মনি, আনিসুর রহমান ও শরফুদ্দৌলাহ ইবনে শহিদ সৈকত।

তবে টেস্ট সিরিজের দুটি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে রাখা হয়নি কোনো বাংলাদেশি আম্পায়ারকে।


 
৫ ও ৭ জুলাই মিরপুরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি ম্যাচ দু’টিতে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশিরাই। প্রথম টি-টোয়েন্টিতে মাঠে থাকবেন আম্পায়ার এনামুল হক মনি ও  ইবনে শহিদ সৈকত। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে থাকবেন আনিসুর রহমান ও এনামুল হক মনি।

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে  ইবনে শহিদ সৈকতের সঙ্গে আম্পায়ারিংয়ে দাঁড়াবেন ইংল্যান্ডের মাইকেল গফ। দ্বিতীয় ম্যাচে এনামুল হক মনির সঙ্গী হবেন ইংল্যান্ডের আরেক আম্পায়ার রে ইলিংওয়ার্থ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফের ইবনে শহিদ সৈকতের সঙ্গী হবেন মাইকেল গফ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।