ফতুল্লা থেকে: প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বড় রানের টার্গেট দিতে পারেনি বিসিবি একাদশ। টি-টোয়েন্টিতে ১০০ রানের লক্ষ্যমাত্রা সহজে টপকে যায় প্রোটিয়ারা-এটা অনুমেয়ই ছিল।
ক্রিকেটারদের শারীরিক ভাষায় ফতুল্লায় লড়াইয়ের মনোভাবের ছিটে-ফোটাও দেখা গেল না। মিডঅফে ইমরুল কায়েসের হাত ফসকে বল চলে যাচ্ছে। কাভারে ফিল্ডারের হাত থেকে সহজ বলটিও চলে যাচ্ছে ডিপকাভারে। রাজ্জাকের বলে স্লিপে ক্যাচ ছাড়লেন মাহমুদুল হাসান। আর লংঅফে ডি ককের হাওয়ায় ভেসে যাওয়া ক্যাচ নিতে চেষ্টাই করলেন না ফিল্ডার।
এনামুল হক বিজয়েরও গ্লাভস ফসকে বেরিয়ে যায় একটি ক্যাচ। আর তাতে সফরকারী দলের কোনো উইকেটই ফেলতে পারলেন না রাজ্জাক-গাজী-আল আমিনরা।
দক্ষিণ আফ্রিকান ইনিংসে মাত্র একটি আবেদন করতে পেরেছে বিসিবি একাদশ। ইনিংসের ১২তম ওভারে আব্দুর রাজ্জাকের বলে ডেভিড মিলারের পায়ে বল আঘাত হানলে এলবি’র আবেদন করেন রাজ্জাক। জয় থেকে তখন প্রোটিয়ারা মাত্র ৮ রান দূরে। শেষ পর্যন্ত রাজ্জাকের ওই ওভারেই ছক্কা হাকিয়ে জয়সূচক রান তুলে নেন ডেভিড মিলার। প্রস্তুতি ম্যাচে ১০ উইকেটের জয় পায় ফাফ ডু প্লেসিসের দল।
ব্যাটিংয়ের পর বোলিংয়ে বিসিবি একাদশের ক্রিকেটারদের দৈন্যদশা দেখে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন দর্শকরা।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৫
এসকে/এমআর