ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বিশ্বাস তামিমের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বিশ্বাস তামিমের ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থতার রেশ কাটিয়ে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ-এমনটাই মনে করেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। টি-টোয়েন্টিতে হারের প্রভাব ওয়ান ডে-তে পড়বে না বলে মনে করেন এ বাঁহাতি ব্যাটসম্যান।



বুধবার বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে সংবাদকর্মীদের তামিম বলেন, ‘আমরা গত এক বছর ধরেই ওয়ানডেতে ভালো খেলছি। আমাদের শক্তির জায়গাগুলো আমরা জানি। টি-২০ জিতলে হয়তো আত্মবিশ্বাস আরো উপরে থাকতো। তারপরও ওয়ানডেতে আমরা ঘুরে দাঁড়াবো। ’

তামিম যোগ করেন, ‘পাকিস্তান-ভারতকে আমরা যেভাবে হারিয়েছি, তেমন ভালো খেলেই ওদের হারাতে হবে। পরিকল্পনা বা ম্যাচে বাড়তি কিছু করেই হারাতে হবে। ’

ওয়ানডে সিরিজে খেলছেন না দ.আফ্রিকার নিয়মিত ওয়ান ডে অধিনায়ক  এবি  ডি ভিলিয়ার্স। তিনি গতকাল রাতেই ফিরে গেছেন দেশে। ভিলিয়ার্স না থাকাতে চাপ কমেছে বলে মনে করেন তামিম, ‘ভিলিয়ার্স যে মানের ক্রিকেটার তাতে আমাদের পরিকল্পনায় তাকেই ফোকাস করতে হতো। অনেক সময় বড় কোনো ক্রিকেটারকে ফোকাস করতে গিয়ে বাকি ক্রিকেটারদের ফোকাস করা হয় না। ফলে তারা ভালো খেলে ফেলে। ’

টি-২০ সিরিজে প্রোটিয়া স্পিনাররা সাফল্য দেখিয়েছেন। অ্যারন ফ্যাঙ্গিসো, এডি লি’র মতো স্পিনাররা গুরুত্বপূর্ণ মুহুর্তে উইকেট তুলে নিচ্ছেন।
ওদের স্পিনারদের সঙ্গে বাংলাদেশের স্পিনারদের তুলনা প্রসঙ্গে তামিম বলেন, ‘ওদের স্পিনারদের তুলনায় আমাদের স্পিনাররা অনেক ভালো। আমি তো বলবো ৫-৬ গুণ ভালো। সাকিবের মতো স্পিনার তো ওদের নেই। ’

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এসকে/এমএমএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।