ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টি মাথায় নিয়েই অনুশীলন বাংলাদেশের

স্পোটস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
বৃষ্টি মাথায় নিয়েই অনুশীলন বাংলাদেশের ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। দুই দলের দাপুটে অনুশীলন চলার কথা ছিল মিরপুরে।

অথচ বৃষ্টি-বাধায় তাতে বিঘ্ন ঘটে। দক্ষিণ আফ্রিকা দল তো বৃষ্টির কারণে অনুশীলনেই নামেনি। মিরপুরে এসে ভারী বর্ষন দেখে তারা ফিরে গেছেন টিম হোটেলে।  

তবে বৃষ্টি মাথায় নিয়েই স্বাগতিক দল তাদের প্রস্তুতি সেরেছে। সকালে বাংলাদেশ দল মাঠে ঢুকে দলীয় ওয়ার্মআপ সারতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। এরপর মিরপুরের ইনডোরে চলে যান রিয়াদ-বিজয়-রুবেল-মুস্তাফিজরা। এ সময় ছাতা নিয়ে জোড়ায় জোড়ায় ইনডোরে ছোটেন ক্রিকেটাররা। ড্রেসিংরুম থেকে কয়েকজন আবার ভিজতে ভিজতেই পাড়ি দিয়েছেন মাঠ!
 
মাঠ পেরিয়ে ইনডোরে পৌঁছে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন ক্রিকেটাররা।
 
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মধ্য মাঠের বেশিরভাগ অংশই ত্রিপলে ঢাকা। এখনও ঝড়ছে গুড়িগুড়ি বৃষ্টি। শুক্রবার (১০ জুলাই) বিকেল তিনটায় এ মাঠেই শুরু হওয়ার কথা প্রথম ওয়ানডে ম্যাচ। তবে কালকের ম্যাচও বৃষ্টি বাধায় পড়তে পারে!

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।