ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ নিয়ে সংশয়, মাঠে উপস্থিত দু’দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
ম্যাচ নিয়ে সংশয়, মাঠে উপস্থিত দু’দল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হেরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে শুক্রবার প্রথম ওয়ানডেতে মাঠে নামতে প্রস্তুত টাইগাররা। তবে, ঘুরে দাঁড়ানোর ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে স্বাগতিক বাংলাদেশকে লড়তে হচ্ছে আবহাওয়ার বিপক্ষে।



শুক্রবার সকাল থেকে ভারী বর্ষণের কারণে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হতে যাওয়া ম্যাচটি নিয়ে সংশয় দেখা দিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসেও বলা হয়েছে, রাজধানীসহ দেশের অন্যান্য স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার সকাল থেকেই মিরপুরের আকাশে মেঘ জমে, মুষলধারে বৃষ্টিও হয়েছে থেমে থেমে।

পুরো মাঠ কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। মাঠে দর্শকের উপস্থিতি কম। সফরকারী ও স্বাগতিক দল মাঠে উপস্থিত হয়েছে। প্রেস বক্সে সাংবাদিকদের সংখ্যা হাতে গোনা।

গত ভারত সিরিজের তিনটি ওয়ানডেতেই রিজার্ভ ডে ছিল। তবে, প্রোটিয়াদের বিপক্ষে কোনো ম্যাচেই রিজার্ভ ডে রাখা হয়নি। বৃষ্টি আর বাজে আবহাওয়ার কারণে ম্যাচ মাঠে না গড়ালে পরিত্যক্ত ঘোষণা করা হবে প্রথম ওয়ানডে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ১০ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।