ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সমতায় ফিরতে প্রস্তুত টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
সমতায় ফিরতে প্রস্তুত টাইগাররা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দ্বি-পাক্ষিক যে কোনো সিরিজেই ফেবারিট থেকে সিরিজ ‍শুরু করে দক্ষিণ আফ্রিকা। আর তাতে সাফল্যের বিচারে সবার চেয়ে এগিয়ে প্রোটিয়ারাই।

সিরিজের প্রথম ওয়ানডেতে (বৃষ্টিবিঘ্নিত) বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে তার প্রমাণ দিয়েছে সফরকারীরা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে এক ধাপ এগিয়ে থেকেই জিতেছে তারা।

আমলা বাহিনীর এমন দাপুটে ক্রিকেট দেখে প্রশ্নটা এসেই যায়,  ঘুরে দাঁড়াতে পারবে তো বাংলাদেশ? নাকি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ সপে দিতে হবে অতিথি দলটিকে? সেই সঙ্গে বাড়তি একটা প্রশ্নও যোগ হচ্ছে কালকের ম্যাচের আগে, ফর্মে ফিরতে পারবেন তো স্বাগতিক ব্যাটসম্যানরা?

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ রোববার (১২ জুলাই) দুপুর তিনটায় শুরু হবে।

টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। এমন ধারা থেকে বের হতে অবশ্য নতুন পরিকল্পনা এঁটেছে টাইগারশিবির। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তার কিছুটা আভাসও দিয়ে গেছেন অলরাউন্ডার  নাসির হোসেন, ‘আমাদের টার্গেট ৫০ ওভার ব্যাটিং করা। ৫০ ওভারের ম্যাচ মনে করেই শেষে পর্যন্ত আমাদের খেলতে হবে। এবারের সিরিজে উইকেট কিছুটা ভিন্ন। এখানে আপনি চাইলেই মারতে পারবেন না, সময় নিয়ে খেলতে হবে। ’

দক্ষিণ আফ্রিকা চায় দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে প্রোটিয়া অলরাউন্ডার ডেভিড মিলার জানান, ‘দ্বিতীয় ম্যাচ জিতে আমরা সিরিজ নিশ্চিত করতে চাই। তবে এটাও জানি, ভালো খেলেই জিততে হবে আমাদের। ’

দ্বিতীয় ওয়ানডে ম্যাচকে সামনে রেখে শনিবার (১১ জুলাই) দু’দলই অনুশীলন করেছে মিরপুরে। দক্ষিণ আফ্রিকান টিম ম্যানেজম্যান্ট সূচিতে শনিবার অনুশীলন না রাখলেও নিজ তাগিদে অনুশীলনে নেমে পড়েন আমলা, মরকেল, মিলার, প্লেসিস, ফ্যাঙ্গিসোরা।

শের-ই-বাংলা স্টেডিয়ামে কিছু সময় অনুশীলনের পর তীব্র গরমের মাঝে ইনডোরে গিয়ে ব্যাটিং-বোলিংয়ে ঘাম ঝরায় প্রোটিয়া শিবির। জেপি ডুমিনি ও কাগিসো রাবাদাসহ কয়েকজন ক্রিকেটার এ দিন অংশ নেননি অনুশীলনে।

বিকেলে অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। ফুটবল খেলে ওয়ার্মআপ করেন সাকিব-তামিম-মুশফিকরা। ফুটবল খেলায় যোগ দিয়েছিলেন পেস বোলিং কোচ হিথ স্ট্রিক ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল। তবে এদিন অনুশীলন দেখভাল করতে পারেননি জাতীয় দলের হেড কোচ চন্ড্রিকা হাথুরুসিংহে। পায়ে আঘাতজনিত কারণে স্ট্রেচারে করে হাঁটতে হচ্ছে তাকে। স্ট্রেচারে ভর দিয়ে মাশরাফির সঙ্গে বিকেলে কালকের ম্যাচের উইকেট দেখেতে মধ্যমাঠে গিয়েছিলেন টাইগার কোচ।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের একাদশে ফিরতে পারেন পেসার রুবেল হোসেন। অন্যদিকে উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামতে পারে প্রোটিয়া শিবির।

দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, রুবেল হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ।

দক্ষিণ আফ্রিকা: হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারডিন, কাগিসো রাবাদা, ইমরান তাহির, কাইল অ্যাবোট ও ক্রিস মরিস।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১১ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।