ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রুবেলের গতিতে স্ট্যাম্প উড়ল আমলার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
রুবেলের গতিতে স্ট্যাম্প উড়ল আমলার ছবি: শোয়েব মিথুুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দলীয় ১৬ রানের মাথায় ডি কককে বিদায় করে সফরকারীদের কিছুটা চাপের মধ্যেই রাখে টাইগার বোলাররা। উইকেটে থেকে জুটি গড়ার চেষ্টা করেন ফাফ ডু প্লেসিস এবং হাশিম আমলা।

তবে, ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলেই রুবেল স্ট্যাম্প উড়িয়ে দেন আমলার। এ জুটি থেকে আসে ২৯ রান। আমলা আউট হওয়ার আগে করেন ২২ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দ.আফ্রিকার সংগ্রহ ১৬ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ৫০ রান।

কার্টার স্পেশালিস্ট মুস্তাফিজুর রহমানের বাউন্সে দলীয় পঞ্চম ওভারের প্রথম বলেই ফেরেন দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক। বামহাতি এ ওপেনার সাব্বির রহমানের তালুবন্দি হয়ে আউট হওয়ার আগে মাত্র দুই রান করেন। এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে মাশরাফির করা একটি বলে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান হাশিম আমলা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন দ. আফ্রিকার দলপতি হাশিম আমলা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ। ইনিংসের শুরুতে টাইগারদের হয়ে বোলিং উদ্বোধন করতে আসেন মুস্তাফিজুর রহমান। আর প্রোটিয়াদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ডি কক ও হাশিম আমলা।

জুবায়ের হোসেনের পরিবর্তে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশে ঢুকেছেন রুবেল হোসেন। দ. আফ্রিকা তাদের প্রথম ওয়ানডের দলটিই রেখে দিয়েছে দ্বিতীয় ওয়ানডেতে।

সফল বিশ্বকাপ মিশন, পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরেছে স্বাগতিকরা। প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে সফরকারীরা প্রমাণ রেখেছে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে এক ধাপ এগিয়ে তারা। আমলা বাহিনীর এমন দাপুটে ক্রিকেটকে থামিয়ে দিয়ে দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজ বাঁচাতে চায় মাশরাফি বাহিনী।

বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সৌম্য সরকার, রুবেল হোসেন ও মাহমুদুল্লাহ রিয়াদ।

দক্ষিণ আফ্রিকা: হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারডিন, কাগিসো রাবাদা, ইমরান তাহির, কাইল অ্যাবোট ও ক্রিস মরিস।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১২ জুলাই ২০১৫
এমআর

** প্রথমেই আঘাত মুস্তাফিজের
** সমতায় ফিরতে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা
** টস জিতে ব্যাটিং নিয়েছে প্রোটিয়ারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।