ঢাকা: অ্যাশেজের দ্বিতীয় ম্যাচের আগে স্বাভাবিকভাবেই চলছিল ইংল্যান্ডের অনুশীলন। কিন্তু, সেখানে টেন্ডুলকারের উপস্থিত থাকাটা একটু বিস্ময়করই বটে।
বাবা কিংবদন্তি ব্যাটসম্যান হলেও ১৫ বছর বয়সী অর্জুন পুরোদস্তর একজন বাঁহাতি পেসার। লর্ডসের ইনডোর স্কুলে সে নিয়মিত। তাই ইংল্যান্ডের টিম ম্যানেজম্যান্টের আহ্বানেই ইংলিশদের অনুশীলনে যোগ দিয়ে নেটে কুক-বেলদের বিপক্ষে বোলিং করেন অর্জুন।
লর্ডস থেকে শচীনের অ্যাপার্টমেন্ট খুব একটা দূরে নয়। ক’দিন আগেই তিনি গ্যালারিতে বসে উইম্বলডনের টেনিস ম্যাচ উপভোগ করেন। তার সঙ্গে বিরাট কোহলি ও আনুশকা শর্মাও উপস্থিত ছিলেন। প্রায়ই এমসিসি ক্রিকেট একাডেমি পরিদর্শনে যান শচীন।
বুধবার (১৫ জুলাই) ইএসপিএন ক্রিকইনফোকে এমসিসির মুখপাত্র বলেন, ‘অর্জুন নিয়মিতই এখানকার সুযোগ-সুবিধা পায়। আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে আমরা কিছু নেট বোলার ব্যবহার করি। তাই অর্জুনকেও ইংল্যান্ডের অনুশীলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাই। ’
উল্লেখ্য, লর্ডসে ১৬ জুলাই থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আরএম