ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শক্ত অবস্থানে দ্বিতীয় দিনে অজিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
শক্ত অবস্থানে দ্বিতীয় দিনে অজিরা ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে সফরকারীদের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৩৩৭ রান।

সেঞ্চুরি করে অপরাজিত আছেন ওপেনার ক্রিস রজার্স ও ওয়ানডাউনে নামা স্টিভেন স্মিথ। তাই লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে ফুরফুরে মেজাজে মাঠে নামবে অজিরা।

প্রথম টেস্টে হারা অজিরা দ্বিতীয় টেস্টে ঘুড়ে দাঁড়িয়েছে। শুরুটা দারুণ করেন অজি দুই ওপেনার। রান রেট প্রায় চারের ওপর রেখে ব্যাট করতে থাকেন। তবে দলীয় ৭৮ রানে ওপেনার ডেভিড ওয়ার্নারকে আউট করেন মইন আলী। কিন্তু পুরো দিনে ইংল্যান্ডের এই একটিই সাফল্য।

রজার্স ও স্মিথ মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ২৫৯ রান করেন। যা লর্ডেসের মাটিতে অজিদের হয়ে দ্বিতীয় উইকেট জুটিতে রেকর্ড পার্টনারশীপ। ইংলিশ বোলারদের হতাশ করে নিজের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন রজার্স। তিনি ২৮২ বলে ২৫টি চারের সাহায্যে ১৫৮ রান করেন। অন্যদিকে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করা স্মিথ ২১৭ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ১২৯ রান করেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এমএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।