ঢাকা: পরবর্তী বিশ্বকাপে বাঘা বাঘা দলের বিপক্ষে খেলতে অনেক শক্তি দরকার। তাই বাংলাদেশের মতো ‘ছোট’ দলের বিপক্ষে খেলে নিজের শক্তি অপচয় করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন বর্তমানে টেস্ট ক্রিকেটের নাম্বার ওয়ান বোলার ডেল স্টেইন।
এ কারণ দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ সিরিজও খেললেন না তিনি। এলেন টেস্ট দলে যোগ দিতে। ততক্ষণে বাংলার বাঘ হুমকিতে ফেলেছে আফ্রিকান সিংহের রাজত্ব। ‘ছোট’ তকমা গায়ে লাগিয়ে কত বড় কাজ বাংলাদেশে ইতোমধ্যে করে ফেলেছে ক্রিকেট বিশ্ব তা ভালোই টের পাচ্ছে।
বোধহয় পায়ে কাঁপুনি ধরেছে টাইগারদের ‘ছোট’ করা সেই স্টেইনেরও। নিজের শক্তি ও বল নষ্ট করতে না চাওয়া সেই স্টেইনই এবার টাইগার বধে সাহায্য নিলেন নতুন ‘শক্তি’র। এ ‘শক্তি’ ক্রিকেটের ডেনিস লিলি বা টেনিসের রজার ফেদেরার, রাফায়েল নাদালদের মতো তাকেও সাফল্য এনে দেবে, এমনটি বিশ্বাস স্টেইনের।
যে বাংলাদেশের বিপক্ষে খেলতেই রাজি হননি সেই বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৪৮ রানে অলআউট হয়েছে প্রোটিয়ারা। দিনশেষে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৭ রান তোলেন দুই ওপেনার তামিম, ইমরুল। ওপেনারদের ব্যাট চালানোর ভঙ্গিই হয়তো চিড় ধরিয়েছে স্টেইনের আত্মবিশ্বাসে।
আর তাতেই টাইগারদের বধে পূর্বসুরি ডেনিস লিলি, রজার ফেদেরার, রাফায়েল নাদালদের মতো মাথায় ব্যান্ড পরার সিদ্ধান্ত নিলেন। তার বিশ্বাস এটি তাকে সাফল্য এনে দেবে।
এ বিষয়ে এক টুইটে স্টেইন লেখেন, আমি ওই ক্লাবে যোগ দিচ্ছি...। বিষয়টি যদি তাদের ক্ষেত্রে কাজ করে, নিশ্চয়ই আমার জন্যও কাজ করবে!
যে বাংলাদেশকে নিয়ে এত তুচ্ছ-তাচ্ছিল্য, সেই বাংলাদেশের ব্যাটিং দেখার আগেই, বল করার আগেই উইকেট নিতে ‘টোটকা’র আশ্রয় নিলেন ডেল স্টেইনের মতো বোলার। সাড়ম্বরে আবার সেটি বিশ্বকে জানান দিয়ে! সিরিজ শুরুর আগের সেই দাম্ভিক বক্তব্য এখন কোথায় ঢাকবেন তিনি!
এদিকে, বুধবার সকালে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বেশ চাঙা দেখা গেছে দুই টাইগার ওপেনারকে। নিজেদের কনফিডেন্স, দক্ষতা, মানসিক শক্তি দৃঢ় থাকলে যে পৃথিবীর যেকোনো বোলারকে সহজে খেলা যায় তার প্রমাণও মিললো সকালেই। ইতোমধ্যে ৫ ওভার বল করে ১৬ রান দিয়ে তিনিই বেশি রান দেওয়া বোলার। এক ওভারে দুটি চারও খেয়েছেন স্টেইন!
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
জেডএস/এএ