ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রামের প্রেরণা ঢাকায় কাজে লাগানোর প্রত্যয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
চট্টগ্রামের প্রেরণা ঢাকায় কাজে লাগানোর প্রত্যয় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো অবস্থানে থেকেও বৃষ্টির কারণে চতুর্থ দিন কোনো ফলাফল পাচ্ছে না টাইগাররা।   তাই হতাশ বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

তবে চট্টগ্রাম টেস্টের পারফর্ম ঢাকা টেস্টে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

শুক্রবার হোটেল রেডিসনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, আমরা ভালো কিছু নিয়ে ঢাকায় যাব।   চট্টগ্রামে সবগুলো দিন খেলতে পারলেও তাদের ১০ উইকেট নিতে হতো।   আমরা আশাকরি ঢাকা টেস্টে আরো ভালো করবে খেলোয়াড়রা। কারণ ঢাকার মাঠ তাদের আরো বেশি পরিচিত।

বর্ষাকালে অন্যান্য দলের সঙ্গে সিরিজ খেলা নিয়ে সুজন বলেন, সারা বছর খুব ব্যস্ত সময় পার করে অন্যান্য দেশগুলো। তাই সবার সঙ্গে মিল রেখে সিরিজ সিডিউল নির্ধারণ করতে হয়।   এর ফলে বর্ষাকালে বা শীতকালে সিরিজ পড়ছে কিনা সেটি দেখা হয় না।   কারণ ভালো ভালো দলগুলো বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চাইতো না। এখন তারা আমাদের সঙ্গে খেলছে।   তাই বর্ষাকালে সিডিউল দিতে হয়েছে। তবে আগামীতে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

টিম ম্যানেজার আরও বলেন, ওয়ানডেতে আমরা এগিয়ে গেলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে আমাদের আরো ভালো করতে হবে।   এই দুই ফরমেটে আমরা এখনো পিছিয়ে আছি।   তবে আস্তে আস্তে ভালোর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটি ভালো একটি লক্ষণ।   তিন ফরমেটে ভালো কিছু করে আমরা নিজেদের ৠাংকিংকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব।

অষ্ট্রেলিয়া সফরের বিষয়ে সুজন বলেন, অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ রয়েছে।   দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আত্মবিশ্বাস ওই সিরিজে কাজে লাগবে।   ওই সিরিজে খেলোয়াড়রা আরো ভালো করবে বলে আমি আশা প্রকাশ করছি।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২৪,২০১৫
বিপি/টিসি/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।