ঢাকা: অস্ট্রেলিয়ার পঞ্চম বোলার হিসেবে টেস্টে তিনশ উইকেটের মাইলফলক থেকে মাত্র এক উইকেট দূরে মিচেল জনসন। বুধবার (২৯ জুলাই) অ্যাশেজের তৃতীয় ম্যাচেই তিনি এ লক্ষ্যে পৌঁছাতে পারেন।
এর আগে অস্ট্রেলিয়ার হয়ে তিনশ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেন শেন ওয়ার্ন (৭০৮), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩), ডেনিস লিলি (৩৫৫) ও ব্রেট লি (৩১০)।
চলতি অ্যাশেজ সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ৩.৬৫ ইকোনমি রেটে আটটি উইকেট নিয়েছেন জনসন। সর্বোচ্চ ১০টি উইকেট লাভ করেন আরেক অজি পেসার জস হ্যাজেলউড।
অজিদের হয়ে ৬৮ টেস্টে ২৯৯টি উইকেট দখল করেন জনসন। সেরা ইনিংস বোলিং ৮/৬১ এবং ম্যাচে সেরা বোলিং ফিগার ১২/১২৭। শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ সালের নভেম্বরে তার টেস্ট অভিষেক ঘটে। অভিষেকেই চার উইকেট নিয়ে আলো ছড়ান এ ডানহাতি পেসার।
বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
আরএম