ঢাকা: শঙ্কাটাই সত্যি হলো। সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ে চলমান অ্যাশেজের তৃতীয় টেস্টে আর খেলা হবে না জেমস অ্যান্ডারসনের।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন অ্যান্ডারসন। দ্বিতীয় ইনিংসে নিজের নবম ওভারের দ্বিতীয় বলটি করার সময় তিনি বাম পাশে ব্যথা অনুভব করেন। পরের বলটি করার পর চতুর্থবার বল হাতে দৌড় দেওয়ার সময়ই ব্যথাটা আরো তীব্র হয়। এরপরই মাঠ ছাড়েন ৩৩ বছর বয়সী এ অভিজ্ঞ পেসার। আর তৃতীয় দিন তো মাঠেই নামতে পারেননি।
চতুর্থ টেস্টে অ্যান্ডারসনের পরিবর্তে দলে ফিরতে পারেন মার্ক উড। এ ডানহাতি পেসার ইনজুরির কারণে এজবাস্টন টেস্টে দলে নেই। অন্যদিকে, এ ম্যাচের মধ্য দিয়ে বাঁহাতি পেসার মার্ক ফুটিটের টেস্ট অভিষেক ঘটতে পারে। লিয়াম প্লাঙ্কেট বা ক্রিস জর্ডানও খেলতে পারেন।
অ্যান্ডারসনের অনুপস্থিতি ইংলিশদের জন্য বড় ধাক্কাই বটে। ইনজুরিতে পড়ার আগে তিনি দুই ইনিংস মিলে সাতটি উইকেট দখল করেন।
উল্লেখ্য, আগামী ০৬ আগস্ট নটিংহামের ট্রেন্ট ব্রিজে চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হবে। আর ২০ আগস্ট লন্ডনের কেনিংটন ওভালে গড়াবে পঞ্চম ও শেষ টেস্ট।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
আরএম