ঢাকা: দীর্ঘ সফরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলে সময় সূচির আগেই ঢাকা ত্যাগ করছেন সফরকারী দ. আফ্রিকা দল। সূচি অনুযায়ী দ্বিতীয় টেস্ট শেষে মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল নয়টায় বাংলাদেশ ছাড়ার কথা থাকলেও একদিন আগেই (সোমবার, ০৩ আগস্ট) প্রোটিয়ারা চলে যাচ্ছে।
চট্টগ্রাম টেস্টের পর মিরপুরে দ্বিতীয় টেস্টও ড্র হয়। ম্যাচের পঞ্চম দিন, সোমবার সকালে ম্যাচ অফিসিয়ালরা দিনের খেলা পরিত্যক্তের পর ম্যাচ ড্র বলে ঘোষণা দেন। আর তাই মঙ্গলবার চলে যাবার কথা থাকলেও একদিন আগেই অতিথিরা চলে যাচ্ছে।
সোমবার রাত সাড়ে নয়টায় এমিরেটস এয়ারওয়েজের ইকে-৫৮৫ ফ্লাইটে চড়ে আমলা বাহিনী উড়াল দেবে বলে জানা যায়।
এর আগে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৩০ জুন বিকেলে ঢাকায় আসে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ ফ্লাইটে চড়ে ডি ভিলিয়ার্স-ডু প্লেসিসরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। টি-২০ সিরিজ শেষে চার ক্রিকেটার ফেরেন নিজ দেশে।
০৬ জুলাই ওয়ানডে দলে যোগ দিতে ঢাকায় পৌঁছেন হাশিম আমলা, মরনে মরকেল, ইমরান তাহির, রায়ান ম্যাকলারেন ও ফারহান বেহারদিন।
টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরুর কারণে প্রোটিয়াদের টি-টোয়েন্টি দলটি আগে ঢাকায় আসে। এরপর পর্যায়ক্রমে তাদের ওয়ানডে এবং টেস্ট দলের বাকী সদস্যরা বাংলাদেশে আসে।
বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা। ০৫ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হয় সিরিজ। এর আগে ২০০৮ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করে প্রোটিয়ারা। সেবার স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলেছিল অতিথিরা।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ০৩ আগস্ট ২০১৫
এমআর