ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘অর্জুনা’ অ্যাওয়ার্ড নিলেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
‘অর্জুনা’ অ্যাওয়ার্ড নিলেন অশ্বিন

ঢাকা: পুরস্কারের জন্য আগেই মনোনীত হয়েছিলেন। কিন্তু, জাতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে থাকায় তা গ্রহণ করতে পারেননি।

অবশেষে ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরুপ ‘অজুনা’ অ্যাওয়ার্ডটি গ্রহণ করেছেন ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

গত বছরের ২৯ আগস্ট ভারতের রাষ্ট্রপতি ভবনে অর্জুনা অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তখন মর্যাদাপূর্ণ এ পুরস্কারটি নিতে না পারলেও শুক্রবার (৩১ জুলাই) ক্রীড়ামন্ত্রী সারবানন্দ সোনোওয়ালের হাত থেকে তা গ্রহণ করেন অশ্বিন। শুধুমাত্র ক্রিকেটই নয়, জাতীয় ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ফুটবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, বক্সিং, দাবাসহ অন্যান্য সব খেলাতেও এ পুরস্কার দেওয়া হয়।

এক সাক্ষাৎকারে অশ্বিন বলেন, ‘ভারতের ক্রিকেট দলে আমার পথচলাটা ভালোই হচ্ছে। তবে এখনো অনেক দূর যেতে হবে। অর্জুনা পুরস্কার লাভ করায় নিজেকে ভাগ্যবান মনে করছি। এজন্য সৃষ্টিকর্ত‍াকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি, ক্রিকেটের মাধ্যমে আরো ভালোভাবে দেশের সেবা করতে পারব এবং ভবিষ্যতে আরো পুরস্কার নিতে পারব। ’

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে অশ্বিনকে অভিনন্দন জানিয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ‘অনেক অভিনন্দন অশ্বিন। প্রকৃতপক্ষে এটি একটি গর্বিত মুহূর্ত। তোমার হাতে আরো অনেক পুরস্কার উঠবে বলে আশা রাখছি। ’

উল্লেখ্য, ভারতের হয়ে ২৫ টেস্টে ১২৪, ৯৯ ওয়ানডেতে ১৩৯ ও ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫টি উইকেট লাভ করেছেন অশ্বিন। ব্যাট হাতেও তিনি বেশ কার্যকরী। লংগার ভার্সনে ৩৬.০৩ গড়ে করেছেন ১,০০৯ রান। তার দখলে রয়েছে চারটি অর্ধশতক ও দুটি সেঞ্চুরি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।