মিরপুর থেকে: টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের হার। তবে, ঘুরে দাঁড়িয়ে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ।
সোমবার (০৩ আগস্ট) সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করা বাংলাদেশ দলের প্রশংসা করেন আমলা। দেশের ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ড্রেনেজ (পয়:নিষ্কাশন) ব্যবস্থায় মুগ্ধ সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক।
বাংলাদেশ দল নিয়ে আমলা বলেন, গেল দুই বছর ধরেই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। নতুন অনেক ভালো ক্রিকেটার আছে দলটিতে। অস্ট্রেলিয়া সিরিজেও ভালো করবে এই দলটি। অস্ট্রেলিয়া সিরিজটি ভালো একটি অভিজ্ঞতা হতে পারে স্বাগতিক দলের জন্য।
বাংলাদেশ সফরে নিজ দেশের অর্জন সম্পর্কে আমলা বলেন, বাংলাদেশ সফরে (টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট) দলের নতুন ক্রিকেটাররা অভিজ্ঞতা অর্জন করেছে। আর অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য সামনের সিরিজগুলোর জন্য ভালো প্রস্তুতি হয়েছে সফরটি।
গতকাল (রোববার, ০২ আগস্ট) সংবাদ সম্মেলনে ড্রেনেজ ব্যবস্থার প্রশংসা করেছিলেন প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান ড্যান ভিলাস।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন থেকে শুরু হয় বৃষ্টি। টানা তিন দিনের বৃষ্টিতে ভিজেছে মাঠ। তারপরও মাঠের কোনো অংশেই পানি জমেনি। তাতেই মুগ্ধ প্রোটিয়া দলপতি বলেন, এখানকার ড্রেনেজ ব্যবস্থা খুবই উন্নত। তবে টানা বৃষ্টিতে আউটফিল্ডের কিছু জায়গা খুব বেশি ভিজেছে। এভাবে বৃষ্টি হলে কোনো মাঠেই ম্যাচ গড়ানো সম্ভব না।
পঞ্চম দিন সকালে রোদের দেখা মিললেও মাঠের আউটফিল্ড খেলার উপযোগী ছিল না। মাঠের ঘাসে চাপ প্রয়োগ করলে মাটির ভেতর থেকে বেরিয়ে আসছে পানি। সে কারণেই ম্যাচ অফিশিয়ালরা সকালেই দিনের খেলা পরিত্যক্ত করে ম্যাচটি ড্র’য়ের ঘোষণা দেন।
পঞ্চম দিনে মাঠে খেলা গড়ানো যেত কি না-এমন প্রশ্নের উত্তরে আমলা বলেন, মাঠের কোনো কোনো অংশ এমনভাবে ভিজেছে যে, এখানে খেলা ঝুঁকিপূর্ন হতে পারতো।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ০৩ আগস্ট ২০১৫
এসকে/এমআর