ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষেধাজ্ঞা কাটছে শাহরুখের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৫
নিষেধাজ্ঞা কাটছে শাহরুখের ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১২ সালে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছিল। এবারে তাকে মুম্বাইয়ের এ স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে স্টেডিয়াম কর্তৃপক্ষ।



সে বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি ম্যাচ শেষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়েন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ। তর্কাতর্কি থেকে এক পর্যায়ে ঘটনাটি হাতাহাতিতে শেষ হয়। এ কারণে পাঁচ বছরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়াম বলিউড তারকার জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৭ সাল পর্যন্ত শাহরুখের নিষেধাজ্ঞা বহাল থাকলেও দুই বছর আগেই তা তুলে নিচ্ছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। নাইট রাইডার্সের মালিকের জন্য এ বছরেই ওয়াংখেড়ের দরজা খুলে দিতে চায়।

কারণ হিসেবে স্টেডিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, শাহরুখ এ স্টেডিয়ামে তিন বছর প্রবেশ করেননি। তার দলের খেলা চললেও তিনি জোরপূর্বক মাঠে প্রবেশের কোনো সুযোগ নিতে চাননি। নিজের নিষেধাজ্ঞা নিয়ে কোনো প্রতিবাদ না করে আমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তিনি। যা আমাদের কাছে বেশ সম্মানের বলে মনে হয়েছে। আর এ কারণে চলতি বছর থেকে শাহরুখকে আমরা স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দিতে চাই।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ০২ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।