ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুশফিকের নতুন অভিজ্ঞতা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
মুশফিকের নতুন অভিজ্ঞতা ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: চার বছর ধরে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্ব করছেন মুশফিক। ২০১১ সালে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অধিনায়কের দায়িত্ব পান তিনি।

অধিনায়কত্ব করেছেন ২৪ টেস্টে। তবে ম্যাচ রেফারি যে দুই দলের অধিনায়কের সঙ্গে আলোচনা না করে টেস্ট ম্যাচ ড্র’য়ের ঘোষণা দিতে পারেন-এটা জানা ছিল না মুশফিকের। সোমবার (০৩ আগস্ট) ঢাকা টেস্টের পঞ্চম দিনে সেই অভিজ্ঞতাই সঞ্চয় করলেন বাংলাদেশ অধিনায়ক।

খেলা হবে-এমনটা ভেবে সোমবার সকাল সাড়ে আটটায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে পৌঁছে ফুটবল নিয়ে টাইগাররা নেমে পড়েন ওয়ার্মআপে। মিনিট কয়েক পরেই খবর এলো ইংলিশ ম্যাচ রেফারি ক্রিস ব্রড টেস্ট ম্যাচ ড্রয়ের ঘোষণা দিয়েছেন।

প্রথমে কিছুটা অবাক হলেও নতুন অভিজ্ঞতা হিসেবেই ব্যাপারটিকে দেখছেন মুশফিক।

ঢাকা টেস্ট ড্র হওয়ার ঘোষণার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে মুশফিক বলেন, ওয়ার্মআপে নামার পর ঘোষণাটা শুনতে পাই। এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এটা জানতে পারলাম, মাঠের কন্ডিশন বিবেচনা করে দুই অধিনায়কের সঙ্গে কথা না বলেও সিদ্ধান্ত নিতে পারেন অফিশিয়ালরা। তারা তো আইন মেনেই সিদ্ধান্ত নিয়েছেন। ’

প্রথম দিন খেলা হওয়ার পর বাকী চারদিনই খেলা হয়নি সিরিজের দ্বিতীয় টেস্টে। খেলা না হওয়ায় আফসোস থাকলেও, শেষ দিন সকালে ড্র ঘোষণায় আফসোস নেই মুশফিকের, ‘আমরা খেলার জন্য ক্ষুধার্ত ছিলাম এটা ঠিক। তবে এখানে ভিন্ন পরিস্থিতি ছিল। ম্যাচ অফিসিয়ালরা বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন। মাঠের ৯০ শতাংশ জায়গা ত্রিপলে আবৃত ছিল। এখানকার ড্রেনেজ ব্যবস্থাও অনেক ভালো। মাঠ ‍শুকাতে ২-৩ তিন ঘণ্টা লাগতো। তবে, মাঠের বাকী অংশ যেভাবে ভিজেছে তাতে তীব্র রোদ না উঠলে শুকানো কষ্টকর ছিল। ’

টেস্ট সিরিজে আরো একটি অভিজ্ঞতা হয়েছে মুশফিকের। রান না করলে কি পরিস্থিতি হয় তা দেখেছেন। ১২ ইনিংস পর টেস্টে অর্ধশতকের দেখা পান মুশফিক। ৬৫ রান করে ঢাকা টেস্টের ম্যান অব দ্য ম্যাচও তিনি।

রানখরা থেকে বের হতে পেরে স্বস্তিতে থাকা মুশফিক বলেন, ভালো লাগছে রান করতে পেরে। রান না পাওয়ার সময় গুলোতে অনেক পরিস্থিতি দেখতে হয়েছে। তাই বলা যায়, ব্যক্তিগতভাবেও আমার কিছু অভিজ্ঞতা হলো। এমন পরিস্থিতিতে পড়লে কি হয় সেটা জানা হলো। সামনের সময়গুলোতে তা কাজে লাগবে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ০৩ আগস্ট ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।