ঢাকা: বিশ্বকাপের পর দেশের মাটিতে গত চার মাসে তিনটি সিরিজ খেলেছে বাংলাদেশ। সবগুলো সিরিজেই দাপুটে ক্রিকেট খেলে স্বাগতিকরা।
জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম মনে করেন বিগত সিরিজগুলোর মতো ধারবাহিক ক্রিকেট খেলতে পারলে অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো একটি সিরিজ হতে পারে। বুধবার রাজধানীর একটি হোটেলে দারাজডটকমডটবিডি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে চুক্তি সই করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মুশফিক।
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা মাঝে তুলনা করতে বলা হলে মুশফিক বলেন, ‘সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দুটা দু’রকম সাইড। অস্ট্রেলিয়া এখন (অ্যাশেজে) যতই খারাপ খেলুক না কেন। যে কোনো কন্ডিশনেই ওরা নিজেদের মানিয়ে নিতে পারে। এ জন্য বেশিরভাগ সময়ই টপ র্যাঙ্কিংয়ে থাকে। সিরিজটি আমাদের কাছে অনেক কঠিন হবে। কিন্তু আমার একটা বিশ্বাস আছে, আমরা যে ধারাবাহিক ক্রিকেট খেলছি-এটা যদি বজায় থাকে। ইনশাল্লাহ অস্ট্রেলিয়ার সঙ্গে খুব ভালো একটা সিরিজ হবে বাংলাদেশ টিমের। ’
দক্ষিণ আফ্রিকা সিরিজের পর দুই সপ্তাহে ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে আবার ফিরতে হবে প্রস্তুতি ক্যাম্পে। ব্যস্ত হয়ে যেতে হবে ব্যাট-বল নিয়ে। তাইতো ছুটিটা নিজ এলাকা বগুড়ায় গিয়েই কাটাতে চাইছেন মুশফিক। সেই সঙ্গে তিনি চান দলের সবাই যেন ছুটিটা উপভোগ করে, আমাদের ছুটি প্রায় দুই সপ্তাহের মতো। তারপর ফিটনেস এবং স্কিলড ক্যাম্প আছে। তো আশা করবো এ সময়গুলোতে আমরা যা অর্জন করতে পেরেছি সেটা যেন উপভোগ করতে পারি। আপনারা জানেন এখানে পরিবারের অনেক ত্যাগ আছে। সিরিজের জন্য আমরা তাদের সঙ্গে ঈদ করতে পারি নাই। আমাদের বেশির ভাগ সময়ই পরিবারের বাইরে থাকতে হয়। চেষ্টা করবো বাবা-মা-ভাই –বোন সবার সঙ্গে সময় কাটাতে। এর পর যেন আবার পরবর্তী চ্যালেজ্ঞে সফল হতে নামতে পারি। ’
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, আগষ্ট ০৫, ২০১৫
এসকে/এমএমএস