ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাঙ্গাকারার জন্য জিততে চায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
সাঙ্গাকারার জন্য জিততে চায় শ্রীলঙ্কা সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টানতে যাচ্ছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। এটি এখন পুরোনো খবর।

তবে স্টাইলিশ এ ব্যাটসম্যানের বিদায়ী টেস্ট সিরিজটিতে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় লঙ্কানরা। এমনটিই জানালেন দলটির অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে অবসরে যান সাঙ্গাকারা। আর আসন্ন ভারত সিরিজে তিন ম্যাচের টেস্টের দ্বিতীয়টি খেলে সাদা পোশাকেও অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। ২০ থেকে ২৪ আগষ্ট কলম্বোর পি.সারা ওভালে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে ম্যাথিউস বলেন, ‘এ সিরিজটি আমাদের জিততেই হবে। কারণ এটি গ্রেট সাঙ্গাকারার শেষ সিরিজ। ’

এদিকে গলে বুধবার (১২ আগষ্ট) থেকে শুরু হওয়া শ্রীলঙ্কা ও ভারতের প্রথম টেস্টে কিছুটা অনিশ্চিত অধিনায়ক ম্যাথিউস নিজেই। কারণ হাতের কব্জি মচকানোর পর এখনও শতভাগ ফিট হতে পারেন নি তিনি। এছাড়া ফাস্ট বোলার দুশমন্ত চামিরা ও সুরাঙ্গা লাকমাল ইনজুরির কারণে প্রথম টেস্টে থাকছেন না।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগষ্ট ০৬, ২০১৫
এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।