ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়াদের বিপক্ষে লড়াইয়ের ক্যাম্প শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
প্রোটিয়াদের বিপক্ষে লড়াইয়ের ক্যাম্প শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতির জন্য বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার (০৭ আগস্ট) ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প শুরু হলেও বৃহস্পতিবার (০৬ আগস্ট) ক্রিকেটাররা নিজ নিজ রিপোর্ট জমা দেন।



অক্টোবরের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল। প্রোটিয়াদের বিপক্ষে প্রাথমিক স্কোয়াড নিয়ে শুরু হবে অনুশীলন পর্ব।

শুক্রবার সকাল ৯টা থেকে ক্রিকেটাররা ফিটনেস ক্যাম্পে অংশ নেন। শনিবারের (০৮ আগস্ট) কার্যক্রমও একই থাকছে।

এজন্য আগেই ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে রাখা হয়েছে তিনজন উইকেটকিপার-ব্যাটসম্যানকে।

প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে ১৬ আগস্ট পর্যন্ত এ ক্যাম্প চলবে। দুইদিন বিরতি দিয়ে আবার শুরু হবে প্রস্তুতিপর্ব। এরপর চূড়ান্ত দল ঘোষণা করা হবে। ১৯ আগস্ট থেকে শুরু হবে অনুশীলনের দ্বিতীয় পর্ব।

বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষেই খেলেছিল প্রোটিয়ারা। এর আগে ২০১৩ সালে সালমা খাতুনের দলের বিপক্ষে তিন ম্যাচের  টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল আফ্রিকার মহিলা দলটি।

আসন্ন সিরিজে দুই দলের ম্যাচগুলো কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপি ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সফরে বাংলাদেশের বিপক্ষে ৫টি ওয়ানডে ও ৩টি টোয়েন্টি২০ ম্যাচ খেলবে সফরে আসা প্রোটিয়ারা।

বাংলাদেশ মহিলা দলের প্রাথমিক স্কোয়াড:

সালমা খাতুন, রিতু রানী, জাহানারা আলম, লিলি রানী বিশ্বাস, ফারজানা হক পিংকি, তিথী রানী সরকার, রুমানা আহমেদ, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), লতা মন্ডল, শারমিন সুলতানা,আয়শা  রহমান শুকতারা, রুবিয়া হায়দার, পান্না ঘোষ, নিগার সুলতানা, (উইকেটরক্ষক), শায়লা শারমিন, তাজিয়া আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, নুজহাত তাসনিয়া (উইকেটরক্ষক), শরিফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, সুমনা আক্তার, সানজিদা ইসলাম, সুরাইয়া আজমিম, খাদিজাতুল কুবরা, জান্নাতুল ফেরদৌস।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০৭ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।