ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইউনিসকে তরুণদের আদর্শ মানছেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
ইউনিসকে তরুণদের আদর্শ মানছেন ইনজামাম ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের ক্রিকেটে ইনজামাম উল হকের অবদান কম নয়। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

এবার সাবেক সতীর্থ ইউনিস খানকে রীতিমত প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন ইনজামাম। তার মতে, ইউনিসের পারফরম্যান্স পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

পাকিস্তানের এক শীর্ষস্থানীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ইউনিসের স্মতিচারণা করেন ইনজামাম। ‘ইউনিস ও আমি দীর্ঘদিন একসঙ্গে ক্রিকেট খেলেছি। কোনো সন্দেহ নেই যে, সে একজন শীর্ষ পর্যায়ের ক্রিকেটার। বেঙ্গালুরুতে ২০০৫ সালে ভারতের বিপক্ষে তার ২৬৭ রানের ইনিংস আমার এখনো মনে পড়ে। ’

ইউনিস যে তরুণদের জন্য এক অনুকরণীয় আদর্শ তাও তুলে ধরেন ইনজামাম। ‘তাকে দেখে পাকিস্তানের উদীয়মান ক্রিকেটারদের শেখা উচিত। তার বর্ণাঢ্য ক্যারিয়ার তরুণদের অনুপ্রেরণা যোগাবে। ’

টেস্টে ইউনিসের ১০ হাজার রান পূর্ণ হোক সেটিও মনেপ্রাণে চাইছেন ৯২’র বিশ্বকাপজয়ী ইনজামাম। ‘টেস্ট ক্রিকেটে ইউনিস খুবই ধারাবাহিক। এ ফরমেটে সে অনন্য উচ্চতায় পৌঁছেছে। আশা করছি, ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারবে। ’

এখন পর্যন্ত ১০১ টেস্টে ৫৪.০৭ গড়ে ৮,৮১৪ রান করেছেন ইউনিস। ২৯টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে ত্রিশটি শতক।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।