ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোহলির ক্লার্ক স্তুতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
কোহলির ক্লার্ক স্তুতি ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই বিভিন্নজনের কাছ থেকে অভিনন্দন পেয়ে আসছেন। এবার এ কাতারে যোগ দিলেন ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।

বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের জন্য তিনি ক্লার্কের ভূয়সী প্রশংসা করেছেন।

শনিবার (০৮ আগস্ট) ট্রেন্ট ব্রিজ টেস্টে অসহায় আত্মসমর্পণের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজও হাতছাড়া হয়। এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ইংল্যান্ড। দায়টা নিজের কাঁধেই নিয়েছেন অজি অধিনায়ক ক্লার্ক। তাইতো ম্যাচের পরই জানিয়ে দেন, ওভালে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলেই আন্তর্জাতিক থেকে বিদায় নেবেন।

কোহলি তার টুইটার অ্যাকাউন্টে উল্লেখ করেন, ‘ক্লার্ক, চমৎকার ক্রিকেট জার্নির জন্য অভিনন্দন জানাচ্ছি। অধিনায়ক হিসেবে তোমার রেকর্ডগুলো অসাধারণ। শুভ কামনা রইলো। ’

কোহলির টুইটের জবাবও দেন ক্লার্ক। ‘ধন্যবাদ, বন্ধু। আশা করছি, তুমি ও ভারতীয় দল ভবিষ্যতে আরো করবে। ’

ভারতের তারকা স্পিনার রবীচন্দ্রন অশ্বিনও ক্লার্কের উদ্দেশ্যে টুইট করেন। ‘অসাধারণ ক্যারিয়ারের জন্য ক্লার্ক তোমাকে অভিনন্দন। তুমি ক্রিকেটের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম। ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো। ’ কোহলির মতো অশ্বিনকেও ধন্যবাদ জানান ক্লার্ক।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।