ঢাকা: ২৮ সেপ্টেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টেস্ট সিরিজের সঙ্গে ওয়ানডে সিরিজ যোগ করার চেষ্টা করলেও অজিদের ব্যস্ত ক্রিকেট সূচির কারণে সেটি সম্ভব হচ্ছে না।
এ নিয়ে টাইগার-সমর্থকদের মনে হতাশা থাকলেও শুধু টেস্ট সিরিজ বলেই বাংলাদেশ দল ভালো করবে-এমন আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় দলের ম্যানেজার ও গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
রোববার (০৯ আগস্ট) দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজের কার্যালয়ে এক সাক্ষাতকারে সুজন বলেন, ‘শুধু একটি ফরম্যাট বলে আমাদের ফোকাসটা ঠিক থাকবে। একটি ফরম্যাটকে সামনে নিয়েই অনুশীলন করবে ক্রিকেটাররা। সব ফরম্যাটে খেলা হলে অনুশীলনে অনেক পরিবর্তন আনতে হয়। সবগুলো ফরম্যাট নিয়েই কাজ করতে হয়। এবার সেটা হচ্ছে না। এতে বাংলাদেশের ক্রিকেটারদের ফোকাস শুধু টেস্ট নিয়েই থাকবে। ’
চলতি অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স তলানীতে। এক ম্যাচ হাতে থাকতেই ইংলিশদের কাছে সিরিজ হেরেছে (৩-১) তারা। অ্যাশেজে এমন বাজে পারফরম্যান্সের প্রভাব বাংলাদেশ সফরে পড়বে কি না-এমন প্রশ্নের জবাবে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি না অস্ট্রেলিয়ার পারফরম্যান্সে অ্যাশেজের প্রভাব পড়বে। তারা যে কোনো মুহুর্তে ঘুরে দাঁড়াতে পারে। আপনি যদি অ্যাশেজের আগের সিরিজগুলো দেখেন তাহলে বুঝবেন, কিভাবে তারা ঘুরে দাঁড়ায়। ’
অস্ট্রেলিয়া সিরিজের আগে দুই সপ্তাহের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। বেশিরভাগ ক্রিকেটারই ছুটি কাটাতে চলে গেছেন গ্রামের বাড়িতে।
তবে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ যাচ্ছেন দেশের বাইরে। মাহমুদউল্লাহ সিঙ্গাপুর ও সাকিব যাচ্ছেন আমেরিকা। ক্রিকেটারদের ছুটি কাটানোর বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন সুজন, ‘টানা তিনটি সিরিজ খেলে ক্লান্ত ক্রিকেটাররা। সামনে অস্ট্রেলিয়া সিরিজ। আমি চাইবো, এই ছুটিটা যেন উপভোগ করে ছেলেরা। ’
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৫
এসকে/এমআর