ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জমে উঠবে ভারত-শ্রীলঙ্কার র‌্যাংকিং যুদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
জমে উঠবে ভারত-শ্রীলঙ্কার র‌্যাংকিং যুদ্ধ

ঢাকা: টেস্ট সিরিজের আগেই জমে উঠেছে ভারত-শ্রীলঙ্কার র‌্যাংকিং যুদ্ধ। আর এ যুদ্ধের সাথে যুক্ত হয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ।

ইংলিশ-অজিদের অ্যাশেজ সিরিজকে পাশে রেখে টিম ইন্ডিয়ার সামনে রয়েছে আইসিসি’র টেস্ট র‌্যাংকিংয়ে উপরে উঠার হাতছানি। অপরদিকে লঙ্কানদেরও রয়েছে সফরকারী কোহলি বাহিনীকে টপকে যাওয়ার সুযোগ।

বর্তমান র‌্যাংকিংয়ে ভারত রয়েছে পাঁচ নম্বরে। টিম ইন্ডিয়া আসন্ন সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারলেই আইসিসি’র টেস্ট র‌্যাংকিংয়ে উঠে যাবে তিন নম্বরে। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে জয় না পাওয়া ভারতকে সেজন্য তাকিয়ে থাকতে হবে ২০ আগস্ট ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের দিকে। সে ম্যাচে যদি মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া স্বাগতিক ইংল্যান্ডকে হারাতে পারে, তবেই কোহলির দল ৩-০তে শ্রীলঙ্কাকে হারালে র‌্যাংকিংয়ের তিন নম্বরে উঠে আসবে। ১২ আগস্ট প্রথম টেস্টে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

এদিকে, র‌্যাংকিংয়ের হিসেবে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কারও। বর্তমানে সাত নম্বরে থাকা লঙ্কানরা যদি ভারতকে ৩-০তে হোয়াইটওয়াশ করতে পারে, তবে সাঙ্গাকারাদের আরও আট র‌্যাংকিং পয়েন্ট যোগ হবে। সেক্ষেত্রে লঙ্কানরা একলাফে উঠে যাবে টেবিলের পাঁচ নম্বরে। তবে, তাদেরও তাকিয়ে থাকতে হবে অ্যাশেজের শেষ ম্যাচে ইংলিশদের হারের অপেক্ষায়।

হোয়াইটওয়াশ হলে ৯৭ রেটিং পয়েন্ট থেকে ছিটকে পড়ে টিম ইন্ডিয়ার পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৮৯। আর যদি স্বাগতিকরা ২-১ এ সিরিজ জিততে পারে তবে, ভারতকে হারাতে হবে নিজেদের স্থান। জায়গা ছেড়ে দিতে হবে শ্রীলঙ্কাকে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১০ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।