ঢাকা: টেস্ট সিরিজের আগেই জমে উঠেছে ভারত-শ্রীলঙ্কার র্যাংকিং যুদ্ধ। আর এ যুদ্ধের সাথে যুক্ত হয়েছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সিরিজ।
বর্তমান র্যাংকিংয়ে ভারত রয়েছে পাঁচ নম্বরে। টিম ইন্ডিয়া আসন্ন সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারলেই আইসিসি’র টেস্ট র্যাংকিংয়ে উঠে যাবে তিন নম্বরে। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে জয় না পাওয়া ভারতকে সেজন্য তাকিয়ে থাকতে হবে ২০ আগস্ট ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের দিকে। সে ম্যাচে যদি মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া স্বাগতিক ইংল্যান্ডকে হারাতে পারে, তবেই কোহলির দল ৩-০তে শ্রীলঙ্কাকে হারালে র্যাংকিংয়ের তিন নম্বরে উঠে আসবে। ১২ আগস্ট প্রথম টেস্টে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
এদিকে, র্যাংকিংয়ের হিসেবে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কারও। বর্তমানে সাত নম্বরে থাকা লঙ্কানরা যদি ভারতকে ৩-০তে হোয়াইটওয়াশ করতে পারে, তবে সাঙ্গাকারাদের আরও আট র্যাংকিং পয়েন্ট যোগ হবে। সেক্ষেত্রে লঙ্কানরা একলাফে উঠে যাবে টেবিলের পাঁচ নম্বরে। তবে, তাদেরও তাকিয়ে থাকতে হবে অ্যাশেজের শেষ ম্যাচে ইংলিশদের হারের অপেক্ষায়।
হোয়াইটওয়াশ হলে ৯৭ রেটিং পয়েন্ট থেকে ছিটকে পড়ে টিম ইন্ডিয়ার পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৮৯। আর যদি স্বাগতিকরা ২-১ এ সিরিজ জিততে পারে তবে, ভারতকে হারাতে হবে নিজেদের স্থান। জায়গা ছেড়ে দিতে হবে শ্রীলঙ্কাকে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১০ আগস্ট ২০১৫
এমআর