ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শিবসেনা আতঙ্কে ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
শিবসেনা আতঙ্কে ভারত-পাকিস্তান সংগৃহীত

ঢাকা: ২০১৬ সালের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। সংক্ষিপ্ত ফরম্যাটের এ টুর্নামেন্টে ইতোমধ্যে ১৬ দলের অংশগ্রহন নিশ্চিত হয়েছে।

আর ভারতের সঙ্গে রাজনৈতিক অস্থিরতা থাকলেও এ আসরে অংশগ্রহন করতে হবে পাকিস্তানকে। তবে এ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)।

ভারতও চাচ্ছেনা মুম্বাই ও নাগপুরে পাকিস্তানের ম্যাচ হোক। এ ব্যাপারে বিসিসিআইয়ের ভীতিটা হচ্ছে, দেশটির রাজনৈতিক সংগঠন শিবসেনাকে নিয়ে। যারা মূলত মহারাষ্ট্রকে কেন্দ্র করে হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি করে থাকে।

গত বছর ভারতে খেলতে আসা পাকিস্তানি হকি ও কাবাডি খেলোয়াড়দের চরম বিরোধিতা করেছিল শিবসেনারা।

বিসিসিআইয়ের উচ্চ পদস্থ এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘বিসিসিআই সেক্রেটারি আনুরাগ ঠাকুর মাহারাষ্ট্র সরকারের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন। তারা জানিয়েছে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পাকিস্তানের খেলা অন্য কোনো ভেন্যুতে হোক। ’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মুম্বাই ও নাগপুর ছাড়া অন্য ভেন্যুগুলো হলো কলকাতা, ধর্মশালা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি ও মোহালি।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।